EARTHQUAKE FELT IN DELHI

চলতি সপ্তাহে দ্বিতীয়বার, ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

জাতীয়

DELHI EARTHQUAKE INDIA NEPAL NCR

শনিবার সন্ধ্যাবেলায় ভূমিকম্প অনুভূত হল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৫.৪। মূলত বৃহত্তর দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে সবথেকে বেশি কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র বিজ্ঞানীরা জানাচ্ছেন, এদিনের কম্পনের উৎসস্থল উত্তরাখন্ডের যোশীমঠের ২১২ কিলোমিটার দক্ষিণপূর্বে।

চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল রাজধানী এলাকা। বুধবার ৬.৬ কম্পাঙ্কের ভূমিকম্প অনুভূত হয় দিল্লি, গাজিয়াবাদ, গুরুগ্রাম, লখনউ সহ উত্তর ভারতের একটা বড় অংশে। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের ডোটি জেলায়। কম্পনের ফলে নেপালে বাড়ি চাপা পড়ে প্রাণ হারান ৬ জন। যদিও শুক্রবারের ভূকম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

Comments :0

Login to leave a comment