উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিলেন দুই বোন। রাজ্যের মধ্যে চতুর্থ ছাত্রীদের মধ্যে প্রথম স্নেহা ঘোষ (৪৯৩), দিদি সোহা ঘোষ দশম স্থান (৪৮৭)অধিকার করেছেন।
এবারের পরীক্ষায় ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ।
পাশের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। তারপর কালিম্পং। তৃতীয় কলকাতা।
দুই বোন জমজ।স্নেহা এক মিনিটের ছোটো সোহার থেকে।
৪৯৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম ওভার অল চতুর্থ হয় স্নেহা। ৪৮৭ নম্বর সোহার।
দুজনেই চন্দননগর কৃষ্ণ ভাবেনী নারি শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী।অর্থনীতি নিয়ে উচ্চ শিক্ষা নিতে চায় দুই বোনই। দুই মেয়ের সাফল্যে চুঁচুড়ার গরবাটি ষষ্টিতলায় খুশির হাওয়া।
Comments :0