Odisha

বাজ পড়ে মৃত দুই, শিলাবৃষ্টিতে আহত ৬৭, ব্যাপক ক্ষয়ক্ষতি ওড়িশায়

জাতীয়

শিলাবৃষ্টি এবং বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওড়িশায়। 
পুরি এবং গঞ্জামে দুই ব্যক্তি মারা গিয়েছেন বাজ পড়ে। ময়ূরভঞ্জ জেলায় শিলাবৃষ্টিতে আহত হয়েছেন ৬৭ জন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অন্তত ৬০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 
গঞ্জামের পাত্রপুর ব্লকে বাজ পড়ে মারা গিয়েছে দশম শ্রেণির এক ছাত্র। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। 
ময়ূরভঞ্জ এর বিসোই এবং বাংরিপোসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন ত্রাণের ব্যবস্থা করছে বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment