Hemtabad Murder Case

জ্বলন্ত খরের গাদায় ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা

রাজ্য জেলা

তৃণমূলের প্রভাবশালী নেতা বিট্টু হত্যা ঘটনায় নয়া মোড়। গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি জাহিরুল ইসলাম।  হেমতাবাদ থানা থেকে রায়গঞ্জ আদালতে পাঠানো হলো ধৃত অভিযুক্তকে। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য জাহিরুলকে আটক করে হেমতাবাদ থানায় নিয়ে যাওয়া হয় ৷ তারপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না, তদন্ত করছে পুলিশ ।
ধৃত তৃণমূলের বাঙ্গালবাড়ি অঞ্চলের সভাপতিকে একাধিকবার দেখা গেছে শিক্ষা মন্ত্রীর ছবি বুকে ঝুলিয়ে মিটিং মিছিলে। অবাধে চলত কোটি কোটি টাকা অবৈধ লেনদেন। স্থানীয় মানুষের অভিযোগ লেনদেনের জেরেই বিট্টুকে খরের গাদায় স্কুটি সহ পোড়ানো হয়েছে।  
শুক্রবার রাতে অত্যন্ত রহস্যময় ঘটনার সাক্ষী থেকেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বাঙ্গালবাড়ি গ্রাম।
স্ক্রটিসহ তৃণমূলের প্রভাবশালীর জলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পরেছিলো হেমতাবাদের দক্ষিণ ধোয়ারই এলাকায়। খবর ছড়িয়ে পড়ে শনিবার সকালে।  পরিবারের লোকজন এসে দেহ সনাক্ত করেছেন। জানা যায়, মৃতের নাম বিট্টু ক্ষেত্রি। একের পর এক দোলাচলে প্রকৃত খুনি কে? মুখ খুলতে রাজি ছিলো না পুলিশ। বিট্টু ক্ষেত্রি এলাকার প্রভাবশালী নেতা।  স্কুটিসহ তাকে পুড়তেও দেখা যায়। স্থানীয়দের অনুমান, হয়তো খুন করে তথ্য প্রমাণ লোপাকের জন্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে স্বামীর খুনের অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান মৃতের স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করে হেমতাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে বাঙ্গালবাড়ি পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি বাঙ্গালবাড়ি গ্রামের জাহিরুল ইসলামকে। 
সুত্রে জানা গেছে তৃণমূলের অঞ্চল সভাপতি জাহিরুল ইসলাম প্রভাবশালী তৃণমূল নেতা বিট্টু ক্ষেত্রী খুনে অভিযুক্ত। তৃণমূলের অঞ্চল সভাপতি জাহিরুল ইসলাম নিজের পোষ্টে সাঁটানো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিত বর্মনের ছবি।  এলাকার অনেক মানুষের কাছে জানা যায়, সেখান সেখান অঞ্চল সভাপতির উত্থান। বিট্টু খুনে অভিযুক্তের স্ত্রী দোলেনা খাতুন ভাতসিয়া সংসদের নির্বাচিত পঞ্চায়েত সদস্য।

Comments :0

Login to leave a comment