Belgrade Protest

বেলগ্রেডে বিক্ষোভ, উত্তেজনা সার্বিয়ায়

আন্তর্জাতিক

ফের বিক্ষোভ সার্বিয়ায়। রাজধানী বেলগ্রেডের আইনসভার অধিবেশন ঘিরে রেখে প্রতিবাদ জনালো বিভিন্ন অংশ। সার্বিয়ার প্রশাসন ঘটনাক্রমে ‘বিদেশি শক্তির যোগসাজশ’ দেখছে। 
সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের সঙ্গে শুক্রবারই কথা বলে সমর্থন বজায় রাখার আশ্বাস দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। 
গত নভেম্বরে সার্বিয়ায় নভো সাদ রেল স্টেশনে নবনির্মিত ছাদ ভেঙে পড়ে। মারা যান ১৫ জন। তারপর থেকে দুর্নীতির প্রতিবাদে আন্দোলন জোরালো হচ্ছে। রাস্তায় নেমেছেন ছাত্ররা। এক মাসের বেশি সময় ধরে চলেছে ছাত্র বিক্ষোভ।
সার্বিয়ার সংবাদমাধ্যমের ভিডিও-তে দেখা গিয়েছে বেলগ্রেডের আইনসভার বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে বিক্ষোভে শামিল নাগরিকদের। পুলিশের আট আধিকারিক আহত বলে দাবি করেছে প্রশাসন। 
দু’দিন আগেই সার্বিয়ার জাতীয় আইনসভায় বিরোধীদের সঙ্গে ভুচিকের অনুগামীদের হাতাহাতি হয়। একাধিক সাংসদ আহত হন। বিরোধীরা ‘স্মোক গ্রেনেড’ নিয়ে অধিবেশন বানচালের চেষ্টা করেন।

Comments :0

Login to leave a comment