Women's Day Rally Sealdah

নারী দিবসে শিয়ালদহ থেকে মহিলা মিছিল, দেখুন সরাসরি

কলকাতা

নারী অধিকার সমন্বয়ের ডাকে শনিবার শিয়ালদহ থেকে মহিলা মিছিলে রয়েছেন কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জি সহ নেতৃবৃন্দ।

’’মর্যাদাপূর্ণ জীবন, সমকাজে সমান মজুরি, নারী নিরাপত্তা নিশ্চিত করা। সব অংশের মহিলাদের দাবি আমাদের দাবি। অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদের মজুরি এবং কাজের স্বীকৃতির দাবি আমাদের দাবি।’’ শনিবার শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট অভিমুখে মিছিলে এ কথা বলেছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ। এদিন নারী অধিকার সমন্বয়ের ডাকে শুরু হয়েছে মিছিল। যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বলেছেন, ‘‘অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আজ সারা দেশে। নারীদের সেই অধিকার রক্ষার জন্য লড়াই চলছে। সেই লড়াই চলবে।’’

Comments :0

Login to leave a comment