পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই ধর্ষণের অভিযোগ। পুরানো বিবাদের মীমাংসা করতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। নারায়ণগড় থানায় এমনটাই লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতার স্বামী। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে রবিবার সকাল দশটা নাগাদ তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষীকান্ত শীট পুরানো একাটি বিবাদের মীমাংসার অজুহাতে তৃণমূল অফিসে ডেকে পাঠায় নির্যাতিতাকে। বলা হয় দরখাস্ত জমা দিতে হবে। কিন্তু সেখানে গেলে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষীকান্ত শীট। এই কাজে তাকে সাহায্য করেছে স্থানীয় তৃণমূল নেতা শক্তি ভুঞ্যা এমনইটাই নারায়ণগড় থানায় অভিযেগ করেছেন নির্যাতিতার স্বামী। তিনি অভিযেোগ করেছেনএ দিন নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন তাঁর স্ত্রী। মুচলেকা নিয়েই তৃণমূলের অফিসে গেলে তাঁকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ অচৈতন্য অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করা হয় তৃণমূলের অফিস থেকে। প্রথমে স্থানীয় প্রাথমিক স্থাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরলে নির্যাতিতা বলেন তাঁর উপরে বর্বরোচিত নির্যাতন করা হয়েছে।
নির্যাতিতার স্বামী বলেন, আমার স্ত্রী তৃণমূলে দপ্তরে গিয়েছিলেন মুচলেকা জমা দিতে। সেখানে যাওয়ার কিছুক্ষন পরেই আমি খবর পাই স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। আমি সেখানে গিয়ে দেখি স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে আছে। তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন জ্ঞান পিরে আসে তখন সে আমাকে বলে তাঁকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত লক্ষীকান্ত শীট ও তাকে এই কাজে সাহায্যকারী তৃণমূল নেতা শক্তি ভুঞ্যা’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেছে নির্যাতিতার পরিবার ও স্থানীয় মানুষজন।
Paschim Medinipur
দরখাস্ত জমা দিতে গিয়ে তৃণমূল অফিসে ধর্ষিতা মহিলা, অভিযুক্ত অঞ্চল সভাপতি

×
Comments :0