ছত্তিশগড় আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাসি চালাচ্ছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অভিযোগ এই দুর্নীতির মাধ্যমে রাজ্যের কোষাগারের বিপুল টাকা চোট করা হয়েছে। আবগারি দুর্নীতির সাথে আর্থীক তছরূপের অভিযোগ এনেছে ইডি।
কংগ্রেসের অভিযোগ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে ব্যবহার করে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের অপদস্ত করতে চাইছে।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অভিযোগ ছত্তিশগড়ে প্রায় ২১০০ কোটি টাকার আবগারি দুর্নীতি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইডি।
Comments :0