এদিন পড়ুয়ারা দাবি করেন তারা তৃণমূল ঘনিষ্ট এই অধ্যাপককে বিভাগে ঢুকতে দেবেন না। এদিন পরিস্থিতি যৃ উত্তপ্ত হতে পারে তা আন্দাজ করে যাদবপুরে মোতায়েন ছিল পুলিশ। উল্লেখ্য এই প্রশাসনই বলেছিল যে তারা শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকাতে চায় না। আর আজ তারা একজন শাসক ঘনিষ্ট অধ্যাপকের জন্য পুলিশ মোতায়েন করে রেখেছে।
সোমবার পড়ুয়াদের দাবি মেনে ডাকা হয়েছে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে সহ-উপাচার্য সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকলেও ছাত্র প্রতিনিধিরা আসেননি। তারা জানিয়েছেন পরীক্ষার পর বেলা ৩টে নাগাদ তারা বৈঠকে যোগ দেবেন।
Comments :0