Jadavpur University

ওমপ্রকাশকে ঘিরে বিক্ষোভ যাদবপুরে

কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে ছাত্র বিক্ষোভ। সোমবার বিশ্ববিদ্যালয়ে যখন তিনি ঢোকেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। মাটি বসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটে সেই ঘটনায় ওমপ্রকাশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন পড়ুয়ারা। হাইকোর্টের চাপে ব্রাত্য বসু এবং ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধ্য হয় পুলিশ। 

এদিন পড়ুয়ারা দাবি করেন তারা তৃণমূল ঘনিষ্ট এই অধ্যাপককে বিভাগে ঢুকতে দেবেন না। এদিন পরিস্থিতি যৃ উত্তপ্ত হতে পারে তা আন্দাজ করে যাদবপুরে মোতায়েন ছিল পুলিশ। উল্লেখ্য এই প্রশাসনই বলেছিল যে তারা শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকাতে চায় না। আর আজ তারা একজন শাসক ঘনিষ্ট অধ্যাপকের জন্য পুলিশ মোতায়েন করে রেখেছে।

সোমবার পড়ুয়াদের দাবি মেনে ডাকা হয়েছে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে সহ-উপাচার্য সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকলেও ছাত্র প্রতিনিধিরা আসেননি। তারা জানিয়েছেন পরীক্ষার পর বেলা ৩টে নাগাদ তারা বৈঠকে যোগ দেবেন।  

Comments :0

Login to leave a comment