অভিবাসীদের কার্যত বিদেশি বলে প্রচার তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচারে ভর করে রাষ্ট্রপতিও হয়েছেন। এখন আমেরিকার বিভিন্ন জায়গায় তার প্রভাব পড়তে শুরু করেছে। ক্যালেফোর্নিয়ায় একটি মন্দিরের সামনে ঘৃণা প্রচার ঘিরে ছড়িয়েছে উত্তেজনা।
ক্যালিফোর্নিয়ার পুলিশ যদিও সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি। কিন্তু সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ বলেছে যে আরেকটি মন্দিরকে ‘অপবিত্র’ করার চেষ্টা হয়েছে। এবার চিনো হিলসের এই মন্দিরকে বেছে নেওয়া হয়েছে। আমরা ঘৃণা এবং বিদ্বেষকে জমি পেতে দেব না।
মন্দির কর্তৃপক্ষের বিবৃতিতে হিন্দুদের কথা বলা হলেও ভারত বিদ্বেষী বক্তব্য লেখা হয়েছে দেওয়ালে।
ভারতের বিদেশ মন্ত্রক ঘটনার নিন্দা করে বলেছে স্থানীয় প্রশাসনের উচিত কড়া ব্যবস্থা নেওয়া। উপাসনাস্থলে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা থাকা উচিত।
আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য, ঘৃণা এবং বিদ্বেষ প্রচার ও অপরায়নের বিপক্ষে ভারতের অবস্থানের জোর লঘু হয়েছে গত দশ বছরে। কেননা ভারতের মধ্যে সংখ্যালঘুদের একের পর এক উপাসনাস্থলে আক্রমণের ঘটনায় দেশের সরকার এবং আসীন রাজনৈতিক দল বিজেপি কেবল নিশ্চুপই থাকেনি, বরং মদত দিয়েছে। ভারতীয় সংখ্যালঘুদের ‘বিদেশি’ বলে প্রচারেই মনোযোগী বিজেপি এবং আরএসএস।
California Temple
ঘৃণা প্রচারের ফল, ক্যালিফোর্নিয়ার মন্দিরে ভারত বিদ্বেষী স্লোগান

×
Comments :0