তৃণমূল অফিসে ব্রাউন সুগারের কারবার চালানোর অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার দুই জন।
সোমবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার ২ নং ব্লকের মাঝেরডাবরি পশ্চিম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল অফিসে। গোপন সূত্রের খবর পেয়ে রাতেই ওই তৃণমূল অফিসে অভিযান চালায় শামুকতলা থানার পুলিশ। অভিযানে ব্রাউন সুগার সহ গ্ৰেপ্তার হয় দুজন। একজন তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় ও অপরজন সঞ্জয় মণ্ডল মালদা কালিয়াচক শাবাসপুর এলাকার বাসিন্দা।
আলিপুরদুয়ারের মাঝেরডাবরি পশ্চিম তৃণমূল অফিসের মধ্যে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা চালানোর অভিযোগ ছিল দীর্ঘদিনের। সোমবার রাতে অভিযুক্ত সঞ্জয় মণ্ডল বিষ্ণু রায়কে ব্রাউন সুগার দিতে এলে তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। সেই সময় তৃণমূলের অঞ্চল কার্যালয়ে থেকে পালিয়ে যায় অন্যান্য শাগরেদরা। ওই তৃণমূল কার্যালয়ে থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার সেবনের ব্যবহৃত নানান সামগ্রী। দীর্ঘ দিন থেকে ওই তৃণমূল অফিসে নিষিদ্ধ নেশাজাত সামগ্রী নিয়ে ব্যবসা চালানোর অভিযোগ ছিল। এদিন অভিযানে হাতে নাতে সেই কাজ ধরে ফেলে আলিপুরদুয়ার জেলার শামুকতলার থানার পুলিশ। অভিযানে ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। জানা গেছে অভিযানে অভিযুক্তদের কাছ থেকে ৫২ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে।
Comments :0