মণ্ডা মিঠাই | নতুনপাতা
নারী দিবসে মা
আকাশ বিশ্বাস
নতুন বন্ধু
আজকে মা আছে বলে জগতে প্রত্যেকটি পুরুষ জগতের আলো দেখতে পারছে। এই মা দশমাস দশদিন গর্ভে ধারণ করে সমস্ত কষ্ট সহ্য করে আমাদের জন্ম দেন আর আমরা এই মাকে তাঁর যোগ্য সম্মান টুকু দিই না। এই মা হল আমাদের জন্মের পর প্রথম শিক্ষক তিনি আমাদের শিক্ষা দেন মানবতার, মানুষকে সম্মান করার - যাতে কোনো লোক আমাদের বাজে মন্তব্য না করতে পারে। মার ভালোবাসার শেষ নেই, যার কোনো ত্যাগের শেষ নেই যে তাঁর সন্তানদের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে। তার বিনিময়ে সে শুধু চায় তার সন্তান নিজের পায়ে দাঁড়াক। কারণ সে জানে সমাজটা কি রকম । কিন্তু তাঁর সন্তান নিজের পায়ে দাঁড়ানোর পর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বোঝা কমানোর জন্য। কি অদ্ভুত যে মা তাকে মানুষ করল সেই মাকে তাঁর সন্তান মানুষ হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এল। আন্তর্জাতিক নারী দিবস পালন করে প্রত্যেক নারীদের সম্মান জানানো হয়। আমার চোখে শ্রেষ্ঠ নারী আমার মা। তাই এই আন্তর্জাতিক নারী দিবসে আমি আমার মাকে জানাই সশ্রদ্ধ প্রনাম। আজ মা আছে তাই আমরা সকলে আছি। তাই আমাদের উচিত মা সহ প্রত্যেক নারীদের তার প্রাপ্য সম্মান, অধিকার এবং মর্যাদা দেওয়া।
নবম শ্রেণী
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ, ডাঙাদিঘিলা, খড়বাগান, উত্তর ২৪ পরগনা
৯৮৭৫৩৭৩৯৭৬
Comments :0