Syria Killing

৩০০ আলওয়াইতিকে হত্যার অভিযোগ সিরিয়ায়

আন্তর্জাতিক

আলওয়াইতদের হত্যা করে গণকবর দেওয়ার এমন ছবি ছড়িয়ে পড়ছে শোশাল মিডিয়ায়।

আসাদ আল বাসারের অনুগামী ৩০০ আলওয়াইতিকে হত্যার অভিযোগ উঠেছে সিরিয়ায়। নিহতরা সকলেই নিরস্ত্র নাগরিক। 
সিরিয়ায় নিযুক্ত একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে উপকূলবর্তী এলাকায় ৩১১ জন নিরস্ত্র আলওয়াইতিকে হত্যা করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী।
গত বছর সশস্ত্র অভ্যুত্থানের জেরে সিরিয়া ছেড়ে পালিয়ে যান রাষ্ট্রপতি আসাদ আল বাসার। আলওয়াইতিদের মধ্যে তাঁর সমর্থকের সংখ্যা বেশি। 
পশ্চিমী সংবাদসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আলওয়াইতিদের বিভিন্ন গোষ্ঠীর প্রধানরা গণহত্যার অভিযোগ তুলছেন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।
আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ায় এখন ক্ষমতা দখল করেছে ইসলামিক মৌলবাদী হায়াত তহরির আল শাম। এই গোষ্ঠীর সশস্ত্র অভিযানের পিছনে পশ্চিমী মদত থাকার অভিযোগ বারবারই উঠেছে। ক্ষমতা হাতে নিয়েছেন হায়াত তহরিকের প্রধান এবং আল কায়েদার প্রাক্তন সদস্য সন্ত্রাসবাদী আবু মহম্মদ আল জুলানি। 
সিরিয়ার সরকারি সংবাদসংস্থা ‘সানা’-র দাবি উপকূল এলাকায় বিভিন্ন অঞ্চলে নিরাপ্তাবাহিনীর ওপর হামলা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় হয়েছে নিরাপত্তাবাহিনী। 
সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে শুক্রবারও উপকূল এলাকায় আল মুখতারিয়া গ্রামে কুড়িটি মৃতদেহ পরপর শায়িত অবস্থায় দেখা গিয়েছে।

Comments :0

Login to leave a comment