ইঁদুরের কামড়ে সরকারি হাসপাতালে সদ্যোজাত দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালের।
দুই সদ্যোজাত শিশুরই মৃত্যু হয়েছে হাসপাতালের শিশু শল্যচিকিৎসা বিভাগে। অভিযোগ, ওয়ার্ডের মধ্যে ঢুকে কামড়েছে ইঁদুর।
বৃহস্পতিবার লোকসভা দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী বলেছেন, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং সরাসরি হত্যা। ভয়াবহ ঘটনা। ন্যূনতম দায়িত্ব দেখাতে পারেনি রাজ্যের সরকার।
জানা গিয়েছে ৩০ আগস্ট মাঝরাতে এই দুই শিশুকে কামড়েছে ইঁদুর। পরিজনেরা বলেছেন যে একজনের হাতের আঙুলে এবং অন্যজনের কাঁধের কামড়ের দাগ ছিল। মধ্য প্রদেশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন অংশ।
সমালোচনার মুখে চিকিৎসকরা দাবি করেছেন যে ইঁদুরের কামড়ে দুই সদ্যোজাতের মৃত্যু হয়নি। শারীরিক জটিলতাই তাঁদের মৃত্যুর কারণ। হাসপাতালের সুপার অশোক যাদবের দাবি, মৃত দুই শিশুরই জন্মগত রক্তাল্পতা ছিল। একজনের ওজন ছিল ১ কিলো অন্যজনের ১.৬ কিলো। হিমোগ্লোবিন অনেক কম ছিল।"
তবে সুপার স্বীকার করেছেন যে দেহে ইঁদুরের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু তাঁর দাবি, কামড়ের ফলে তাদের মৃত্যু হয়নি। চিকিৎসকরা বলেছেন, দুই শিশুকেই অত্যন্ত জটিল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মধ্য প্রদেশের মুখমন্ত্রী মোহন যাদব ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন। "সরকার এই ধরনের গাফিলতি বরদাস্ত করবে না।’’
রাহুল বলেছেন, ‘‘বড় কোনও গাফিলতি ধরা পড়লে বরাবর সরকার এমন বলে। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রকে বিভিন্ন ভাবে যত বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হচ্ছে তত বাড়ছে এমন ঘটনা।’’
রাহুল ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করেছেন। তিনি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর বক্তব্য কী? আমরা চুপ করে থাকব না। প্রতিটি গরিব মানুষ, প্রতিটি শিশুর পক্ষে লড়াই চলবে।’’
Newborn Rat Bite
ইন্দোরের হাসপাতালে ইঁদুরের কামড়ে ২ সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ, নিন্দা রাহুলের

×
Comments :0