নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে এই ম্যাচ দুটি যথাক্রমে হবে সোমবার এবং রবিবার।
মহিলাদের সিঙ্গেলসের প্রথম সেমিফাইনালে সাবালেঙ্কা ম্যাডিসন কিইজ’কে পরাজিত করেন ০-৬, ৭-৬(১) এবং ৭-৬(৫) ব্যবধানে। অপরদিকে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন কোকো। এই ম্যাচের ফলাফল ছিল ৬-৪ এবং ৭-৫।
অপরদিকে দশমবারের জন্য ইউএস ওপেনের পুরুষ সিঙ্গেলস বিভাগের ফাইনাল খেলবেন জোকোভিচ। তিনি সেমিফাইনালে তাঁর প্রতিদ্বন্দী বেন শেলটনকে ৬-৩,৬-২ এবং ৭-৬(৪) ব্যবধানে পরাজিত করেন। অপর সেমিফাইনালে কার্লোস অ্যালকারেজকে ৭-৬, ৬-১, ৩-৬ এবং ৬-৩ ব্যবধানে পরাজিত করেন মেডভেদেভ।
প্রসঙ্গত, ২০২২ ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন বর্তমানে পুরুষ সিঙ্গেলস র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে থাকা অ্যালকারেজ। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলা ম্যাচে তাঁকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা মেডভেদেভ।
Comments :0