UTTARKASHI RESCUE

হাতে ধস কেটে শ্রমিকদের কাছে পৌঁছানোর দাবি

জাতীয়

আটকে থাকা শ্রমিকদের খুব কাছে পৌঁছে যাওয়ার দাবি জানাচ্ছে প্রশাসন।  ধসের শেষ প্রান্তে পৌঁছাতে ৩ থেকে ৫ মিটার পাথর এবং মাটি আরও সরাতে হবে বলে জানানো হয়েছে। প্রায় শুয়ে পড়ে হাতে কাটার মেশিন নিয়ে উদ্ধারকারী শ্রমিকরা এক এক করে সুড়ঙ্গে ঢুকে এই কাজ চালাচ্ছেন। 
ইঁদুরের মতো গর্ত খোঁড়া, পরিভাষায় সরু সুড়ঙ্গ খননকে এভাবেই ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা। সোমবার বিকেল থেকে এগনো সম্ভব হয়েছে ধস হাতে কেটেই। 
এর আগে দু’বার আলাদা দু’টি মেশিন বিগড়ে গিয়েছে। শেষবার আমেরিকান অগার মেশিন ভেঙে পড়ায় ব্লেড এবং যন্ত্রাংশ ছড়িয়ে পড়েছিল ধসের মধ্যে। ফলে কাজ করা আরও কঠিন হয়ে যায়। 
সুড়ঙ্গের ওপর থেকে ভার্টিকাল ড্রিলিং এবং মাটির সমান্তরালে হাতে করে ধস কাটার কাজ চালু হয়। 
গত ১২ নভেম্বর থেকে চারধাম প্রকল্পে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ শ্রমিক। বিভিন্ন সময়ে নানা ‘সাফল্যের’ দাবি জানানো হলেও বাস্তবে তাঁদের উদ্দার করে আনা যায়নি। সে কারণে যতক্ষণ না শ্রমিকদের বাইরে আনা যাচ্ছে নিশ্চিন্ত হতে পারছেন না পরিজনরা। 

Comments :0

Login to leave a comment