VODAFONE JOB LOSS

১১ হাজার কর্মী ছাঁটাই করবে ভোডাফোন

জাতীয় আন্তর্জাতিক

VODAFONE JOB CUT BENGALI NEWS

২০২৩ আর্থিক বছরে তেমন লাভের মুখ দেখতে পায়নি বৃটিশ টেলিকমিউনিকেশন কোম্পানি ভোডাফোন। বিশ্ব জুড়ে হারাতে হয়েছে বড় সংখ্যক গ্রাহককে। এই অজুহাতে সংস্থার বাড়তি মেদ ঝড়ানোর নামে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করলেন ভোডাফোনের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও মার্গারিটা ডেলা ভ্যালে। 

২০২২-২৩ বছরের আর্থিক রিপোর্ট পেশ করে ভ্যালে বলেন, সংস্থার বৃদ্ধির জন্য বাড়তি মেদ ঝড়ানো প্রয়োজন। একইসঙ্গে গ্রাহকদের কাছে  সেরা পরিষেবাও পৌঁছে দিতে হবে। একইসঙ্গে ভোডাফোনের সার্বিক পরিবর্তন দরকার। 

তাঁর পেশ করা রিপোর্ট অনুযায়ী, আগামী ৩ বছরের মধ্যে ধাপে ধাপে ১১ হাজার কর্মীকে ছেঁটে ফেলা হবে।

ভোডাফোন সূত্রে খবর, সংস্থার সদর দপ্তরের পাশাপাশি আঞ্চলিক অফিসেও কর্মী ছাঁটাই হবে। বিশেষজ্ঞদের অনুমাণ, ছাঁটাইয়ের রেশ ভারতেও এসে পৌঁছতে পারে। 

ব্যবসায় মন্দার দোহাই দিয়ে কর্মী ছাঁটাইয়ের কথা বললেও, তথ্য অনুযায়ী ২০২২-২৩ আর্থিক বছরে যথেষ্ট মুনাফা করেছে ভোডাফোন। গত আর্থিক বছরের তুলনায় ভোডাফোনের মুনাফা বৃদ্ধি পেয়েছে ০.৩ শতাংশ। অর্থাৎ ৪৫.৭ বিলিয়ন ইউরো। 

Comments :0

Login to leave a comment