তৃণমূলের দিদিকে বলো অনুষ্ঠানে জানিয়েও কোন কাজ হয়নি।
লোকসভা নির্বাচনের আগে এবার অনশনে বসেছেন পানিহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সুমিত ব্যানার্জি রোডে ঘোলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলের দাবিতে অনশন শুরু করেছে। এই ২৮ নম্বর ওয়ার্ডে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস।
এলাকার বাসিন্দাদের অভিযোগ সুনিত ব্যানার্জি রোডে ঘোলা অ্যাসোসিয়েশনের ভিতর একটি পাম্প ছিল সেই পাম্পটির বন্ধ করে দিয়ে তার পাইপ থেকে সমস্ত জিনিস খুলে নিয়ে যায় পৌরসভা। তারপর থেকেই জলের সমস্যা দেখা দেয়। ওয়ার্ডের বাসিন্দাদের দাবি জলের সমস্যা যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন। অঞ্চলের সর্বস্তরের মানুষ এই অনশনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
গত লোকসভা নির্বাচনের সময় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেছিলেন পরিশ্রুত গানীয় জল খেয়ে ভোট দিতে যাবেন। কিন্তু দেখতে দেখতে পাঁচ বছর কেটে যাওয়ার পরও জলের সমস্যা মেটেনি। উল্টো সমস্যা আরও বেড়েছে।
দমদম লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) সুজন চক্রবর্তী যখন এই এলাকায় প্রচারে যান সেই সময় স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী তারা তার কাছে আবেদন জানা পানীয় জলের সঙ্কটের মুক্তি দেওয়ার। সুজন চক্রবর্তী তাদের আশ্বাসও দিয়েছেন যে তিনি কোন মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। এলাকার মানুষের জলের যেই সঙ্কট সেই সঙ্কট থেকে তিনি তাদের মুক্তি দেওয়ার চেষ্টা করবেন।
উল্লেখ্য গত পৌরসভা নির্বাচনের ভোট লুঠ করে এই পৌরসভা দখল করেছে তৃণমূল। সিপিআই(এম) নেতৃত্বের কথায়, বামফ্রন্ট পরিচালিত পৌরসভার পক্ষ থেকে ২৪ ঘন্টা পানীয় জলের যেই প্রকল্প নেওয়া হয়েছিল তা বাস্তবায়িত করেনি তৃণমূল। উল্টে এই প্রকল্পের টাকা লুঠ করা হয়েছে।
Comments :0