Panchayat Election 2023

ফের দিনহাটায় চললো গুলি! আক্রান্ত তৃণমূল প্রার্থীর স্বামী

রাজ্য

Panchayat Election 2023


ফের দিনহাটায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে চললো গুলি! তৃণমূলের জেলা সভাপতি দলের বিক্ষুব্ধদের মনোনয়ন তুলে না নিলে দল থেকে বহিস্কার করা হবে এই হুমকি দিলেও তাতে ফল আসে নি। সোমবারের দলের দুই পক্ষের হামলায় স্পষ্ট হল, শাসক দলের বিক্ষুব্ধরা এবারের ভোটে যথেষ্ট চাপে রাখবে দলীয় নেতাদের। দিনহাটায় তৃণমূল প্রার্থীর স্বামীর ওপর গুলি চালানোর অভিযোগ উঠলো দলের ওই এলাকার বিক্ষুব্ধ প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গীতালদহ কোনামুক্তা গ্রাম। তৃণমূল প্রার্থীর স্বামীর ওপর গুলি চালানোর দায় পরিবারের সদস্যরা দলেরই বিপক্ষ গোষ্ঠীর ওপরেই দিয়েছেন।
জানা গেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান যখন দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় ওই একই গ্রামের নির্দল প্রার্থী হামিদুল হকের সমর্থকরা তার পথ আটকে বেধড়ক মারধর করে ও তার পায়ে পরপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment