Panchayat Election

গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে প্রচার মিছিল ঝাড়গ্রামে

জেলা

Panchayat Election


বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী অঞ্চলের মিছিল সংগঠিত হলো। শনিবার ভোট। তার আগে বৃহস্পতিবার শেষ প্রচারের ঝড়ে রঙিন হয়ে উঠল ঝাড়গ্রাম। 

 

উৎসবের মেজাজে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করে প্রচার মিছিল শেষ হয়। বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রচার মিছিল এদিন অন্য মাত্রা পায়। প্রচার মিছিলে দুর্নীতিমুক্ত মানুষের পঞ্চায়েত গড়ার আহ্বান জানানো হয়। এদিন জেলার প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকার বামফ্রন্টের প্রার্থী ও কর্মী সমর্থক সহ বহু মানুষ প্রচার মিছিলে অংশগ্রহণ করেম। 

 

ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদক প্রদীপ কুমার সরকার, ব্লক কমিটির কনভেনর ও জেলা কমিটির অন্যতম সদস্য প্রশান্ত কুমার দাস, জেলা কমিটির অন্যতম সদস্য পার্থ যাদব, অলোক কর সহ এরিয়া কমিটির নেতৃত্ব গন। সিপিআই(এম) প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে লাল ঝান্ডা নিয়ে মিছিল হল ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী অঞ্চলে।


 

Comments :0

Login to leave a comment