চলতি সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ধাক্কা খাচ্ছে উত্তরের হাওয়া। যার জেরে ডিসেম্বরের মাঝামাঝিতেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় নেই কোন শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বলা হয়েছে বছরের শেষের দিকে ফিরতে পারে শীতের আমেজ।
জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে ধাক্কা খাচ্ছে উত্তরের হাওয়া। আবহাওয়া দপ্তরে জানিয়েছে রাজ্যের পশ্চিমী জেলা গুলোয় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করবে। উত্তরের জেলা গুলোয় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১৩ ডিগ্রির ঘরে।
Weather
শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা
×
Comments :0