১৯৯০ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জিতেছিল লারা , হুপার , রিচার্ডসনদের ওয়েস্ট ইন্ডিজ। প্রায় ৩৪ বছর পর ফের একবার পাকিস্তানের মুলতানে টেস্ট ম্যাচে জয়ী হল ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ । প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে দিয়েছিল ১৬২ রানের টার্গেট। জবাবে পাকিস্তান করেছিল ১৫৪ রান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ব্রেথওয়েটের অর্ধশতরানের ( ৫২ রান ) সৌজন্যে করে ২৪৪রান। পাকিস্তান গুটিয়ে যায় ১৩৩ রানেই। বাবর আজম করেন ৩১ ও রিজওয়ান করেন ২৫ রান। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ার্রিকান নেন ৫ উইকেট। প্রতিযোগিতার সেরা প্লেয়ারও হলেন জোমেলই। ২ ম্যাচের টেস্ট সিরিজে জিতে সিরিজ ড্র করলো ওয়েস্ট ইন্ডিজ ।
Comments :0