Jalpaiguri Train Accident

জলপাইগুড়িতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে মৃত্যু মহিলার

জেলা

ছবি প্রতীকী।

শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা  জলপাইগুড়ি টাউন স্টেশনে। চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। এদিন সকালে হলদিবাড়ি–কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মহিলা হলদিবাড়ি–কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ধরার জন্য স্টেশনে এসেছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ায় তিনি দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই সময় পা পিছলে রেল লাইনে পড়ে যান তিনি। এর পরই চলন্ত ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পর স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে হলদিবাড়ি–কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টেশনে উপস্থিত যাত্রীরা। তাঁদের অভিযোগ, ট্রেন ছাড়ার সময় পর্যাপ্ত ঘোষণা, প্ল্যাটফর্মে রেল কর্মীদের সক্রিয় উপস্থিতি এবং চলন্ত ট্রেনে ওঠা বন্ধে কার্যকর নজরদারির অভাব রয়েছে। বারবার এমন দুর্ঘটনা ঘটলেও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশের গাফিলতি রয়ে যাচ্ছে বলেই মত যাত্রীদের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
 

Comments :0

Login to leave a comment