৬২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করার চেষ্টা এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে বৃদ্ধাকে খুনের চেষ্টাও করে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে সাত বছর জেল খাটা বর্তমানে জামিনে জামিনে থাকা এক যুবক। দীপাবলীর সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে আলিপুরদুয়ারে জয়গাঁ থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম বীরমান ভুজেল। বুধবার তাকে আলিপুরদুয়ারে আদালতে পাঠায় পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাতে বৃদ্ধার ছেলে মেয়ে সহ পরিবারের সকলেই কালীপূজো দেখতে গিয়েছিলেন। সেই সেময় বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে। অভিযোগ ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ায় বৃদ্ধাকে খুনের চেষ্টা করে। বৃদ্ধার ঠোঁট কেটে যায় আহত হন তিনি। পূজা দেখে বাড়িতে সকলে ফিরে এলে পুরো বিষয়টি পরিবারকে খুলে বলেন বৃদ্ধা। রক্তাক্ত অবস্থায় রাতেই বৃদ্ধাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বীরমানকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার অভিযুক্তকে আলিপুরদুয়ারে আদালতে পাঠালে বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়ে দেয়।
স্থানীয়রা জানিয়েছেন বছর আটেক আগেও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে বীরমান ৭ বছর জেল হয়। ২০২৩ সালে হাইকোর্ট থেকে জামিনও পায়। এখনও বিচারাধীন সেই মামলাটি। সেই মামলার রেশ কাটতে না কাটতেই আবাও বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে খুনের চেষ্টার ঘটনা। জয়গাঁ থানার আইসি পালজোর শেরিং ভুটিয়া বলেন, ধৃত যুবককে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। আদালত ধৃত যুবককে জেল হেফাজতে পাঠিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বৃদ্ধার পরিবার ও এলাকার মানুষজন।
Alipurduar
ধর্ষণে বাধা পেয়ে বৃদ্ধাকে খুনের চেষ্টা আলিপুরদুয়ারে , গ্রেপ্তার অভিযুক্ত

×
Comments :0