একদিনে ভিন রাজ্যে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের। শুক্রবার গাজিয়াবাদে কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সামসেরগঞ্জের বাসিন্দা গোকুল মণ্ডল (৪৪), শুভঙ্কর রায় (৩১), ফারাক্কার বাসিন্দা ইসরাইল শেখের (৩১)। ওই দিনই মুম্বাইয়ে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছে বড়ঞার কল্যাণপুর-২ পঞ্চায়েতের বেলডাঙ্গা শান্তিপাড়ার বাসিন্দা নজরুল মল্লিকের (৬৩)।
গাজিয়াবাদে বহুতল আবাসনের নির্মাণকাজে যুক্ত ছিলেন সামশেরগঞ্জের ৩জন। সামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার বাসিন্দা গোকুল মণ্ডল, বেতবোনার শুভঙ্কর রায়, ফারাক্কার ইমামনগরের ইসরাইল শেখের। তাঁরা একসঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুপুর দুটো নাগাদ থানায় দুর্ঘটনার খবর পায় তারা। গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহারে চলছিল ২৪ তলা একটি বহুতল নির্মাণের কাজ। সেই সময় লোহার একটি ট্রলিতে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। ট্রলিতে বিদ্যুতের সংযোগ হয়ে যায়। ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার ময়নাতদন্ত হয়েছে। তবে দেহ ফেরানো নিয়ে চিন্তায় পরিবার। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার গোকুল মণ্ডলের টালির ছাউনি দেওয়া ইটের গাঁথনির বাড়িতে। আগে সবজি বিক্রি করে সংসার চালাতেন ধূলিয়ান পৌরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটি এলাকার বাসিন্দা গোকুল মণ্ডল। তবে ব্যবসা চলেনি। এলাকায় নেই কাজ। বাধ্য হয়েই ভিনরাজ্যে গিয়েছিলেন তিনি। গোকুল মণ্ডলের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী। বাড়িতেই থাকেন তিনি। রয়েছে এক ছেলে ও এক মেয়ে। প্রায় ২ মাস আগে কাজে গিয়েছিলেন গোকুল মণ্ডল। স্ত্রী জানান,‘‘কিছুদিন পরেই বাড়ি আসার কথা ছিল। বিড়িও বাঁধতে পারি না, কী করে সংসার চালাবো বুঝতে পারছি না।’’
ধার করে, দাদন নিয়ে ভিনরাজ্যে খাটতে গিয়েছিলেন ধূলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামের বাসিন্দা শুভঙ্কর রায়। তাঁর মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন শুভঙ্করের বাবা ঝাঁকু রায়। জানান, একমাস আগে কাজে গিয়েছিল ছেলে। বাড়িতে কেবল লাইনের কাজ করত। এলাকায় কাজ না থাকায় গিয়েছিল ভিনরাজ্যে। ছেলের পাঠানো টাকাতেই চলত সংসার। মৃতের দাদা দেবাশিস রায় জানান, যেখানে কাজ পেত সেখানেই খাটতে যেত ভাই। ছিল পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। ফারাক্কার ইমামনগরের বাসিন্দা বছর ৩১’এর ইসরাইল শেখেরও মৃত্যু হয় এই ঘটনায়। পরিবার সূত্রে জানানো হয়েছে, স্থানীয় এক ঠিকাদারের সাথেই কাজে গিয়েছিলেন ইসরাইল। পঞ্চায়েত ভোটের পরেই কাজে বেরিয়েছিলেন তিনি। মৃতের মা মমতাজ বিবি জানান,‘‘ছেলের ভরসাতেই বসেছিলাম। এল মৃত্যুর খবর।’’
শুক্রবারই ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৩ বছরের নজরুল মল্লিকের। সংসারে অভাব। নেই জমিজমা। নেই কাজও। সংসার চালাতেই নির্মাণ শ্রমিকের কাজ করতে মুম্বাই পাড়ি গিয়েছিলেন প্রৌঢ়। বড়ঞার কল্যাণপুর-২ পঞ্চায়েতের বেলডাঙ্গা শান্তিপাড়া এলাকার বাড়ি তাঁর। ছেলে, স্ত্রী নার্গিস বিবিকে নিয়ে ছিল সংসার। নজরুল মল্লিকের ছেলে অসুস্থ, তিনিও কোনও কাজ করতে পারেন না। চিকিৎসার খরচ চালানোও দায়। দিন ১৫ আগে মুম্বাইয়ে রাজমিস্ত্রীর কাজে যান নজরুল। শুক্রবার সকালে বহুতলে কাজ করার সময় বহুতল থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় নজরুল মল্লিকের।
Comments :0