অন্যকথা
নতুন বছর ২০২৪ — পুরোনো হয়ে গেল রক্তাক্ত হয়ে
পল্লব মুখোপাধ্যায়
মুক্তধারা
ফিরে দেখা ২০২৪
____________________
একটা বছর আসার সঙ্গে মিশে থাকে অনেক স্বপ্ন, শপথ আর যখন সেই বছর চলে যায়,
আমরা হিসেবে করতে বসি কী পেলাম আর কী হারালাম | ২০২৪ সাল শুরু হয়েছিল সংবাদ
মাধ্যমে পিঠে পুলি দিয়ে | এর সঙ্গে মিশে আছে একটি নাম | সন্দেশখালি | যত বছর
এগিয়েছে, রক্তাক্ত হয়েছে রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ | হিংসা ছড়িয়েছে
শ্রীলংকায়, বাংলাদেশে | আসুন, দেখে নেওয়া যাক একনজরে আমাদের দেশের প্রেক্ষিতে
ফেলে আসা এই বছরকে |
১ জানুয়ারি - মহাকাশে তীব্র এক্স-রে উৎসের মেরুকরণ অধ্যয়নের জন্য ইসরো তার
প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপোস্যাট সফলভাবে উৎক্ষেপণ করে।
৭ জানুয়ারি - আদানি গোষ্ঠী এবং রাজস্থান রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম দ্বারা
পরিচালিত পার্সা কয়লা খনিতে চার লক্ষ গাছ কাটার বিরুদ্ধে ছত্তিশগড়ের হাসদেও
আরন্দে আদিবাসীদের বিক্ষোভ সংগঠিত হয়।
১৪ জানুয়ারি - রাহুল গান্ধী ইম্ফল, মণিপুর থেকে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু
করেন।
২২ জানুয়ারি - উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
২৮ জানুয়ারি - বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পদত্যাগ করে ইন্ডিয়া ব্লকের সাথে
জোটের অবসান ঘটান এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ
দিয়ে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
৩১ জানুয়ারি - ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি কেলেঙ্কারির সঙ্গে
যুক্ত অর্থ পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করে।
২ ফেব্রুয়ারি - হেমন্ত সোরেনের গ্রেপ্তারের পর চম্পাই সোরেন ঝাড়খণ্ডের নতুন
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
৭ ফেব্রুয়ারি - উত্তরাখন্ড বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল ২০২৪ পাশ
করে | উত্তরাখন্ডকে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখন্ড অভিন্ন দেওয়ানি বিধি
আইন পাশ করে।
১২ ফেব্রুয়ারি - ন্যূনতম সহায়ক মূল্য এবং কৃষি ঋণ মকুবের দাবিতে উত্তরাঞ্চলীয়
রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের দ্বিতীয় দফা বিক্ষোভ ও পথ অবরোধ শুরু হয়।
১৫ ফেব্রুয়ারি - সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মত রায়ে নির্বাচনী বন্ড-
এর পরিকল্পনাটিকে সংবিধানের ১৯ অনুচ্ছেদের অধীনে অসাংবিধানিক, স্বেচ্ছাচারী
এবং তথ্যের অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করে।
১৭ ফেব্রুয়ারি - ইসরো আবহাওয়ার পর্যবেক্ষণকারী উপগ্রহ ইনস্যাট থ্রি ডি এস
উৎক্ষেপণ করে |
২৩ ফেব্রুয়ারি - গোটা দেশ ব্যাপী কৃষক বিক্ষোভের আঁচ অনুভূত হয় | বিক্ষোভ
চলাকালীনই একজন কৃষক মারা যান | মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ |
১ মার্চ - বেঙ্গালুরুর একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে আটজন আহত হন |
৯ মার্চ - নির্বাচন কমিশনার অরুণ গোয়েল সাধারণ নির্বাচনের আগে ইস্তফা দেন ।
১১ মার্চ - ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের ঘোষণা করে, যা
ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে নির্বাচিত
ধর্মের (হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এবং পার্সি সহ) নির্যাতিত সংখ্যালঘু
সম্প্রদায়গুলিকে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে সক্ষম করে।
১৬ মার্চ - মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাধারণ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা
করেন |
২১ মার্চ - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি নীতি মামলায়
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে।
২৬ মার্চ - সোনম ওয়াংচুক লাদাখকে রাজ্য করার দাবিতে তাঁর ২১ দিনের অনশন শেষ
করেন।
১৯ এপ্রিল - অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয় | ওই
দিনই অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয় | গোটা দেশজুড়ে
চলা তাপপ্রবাহে দক্ষিণ ভারতে দু'জনের মৃত্যু হয়।
৯ মে - এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৮৫ টিরও বেশি ফ্লাইট বাতিল করে | কর্মীদের
অসুস্থতার কারণ দেখানো হলেও নতুন মালিক টাটা গোষ্ঠীর দ্বারা আরোপিত কাজের
শর্তের বিরুদ্ধে কর্মীরা প্রতিবাদ জানান ।
১০ মে - দিল্লির আবগারী নীতি বিষয়ক অর্থ পাচার মামলায় সুপ্রিম কোর্ট অরবিন্দ
কেজরিওয়াল-এর অন্তর্বর্তীকালীন জামিন মনজুর করে তাঁকে সাধারণ নির্বাচনে
প্রচারের অনুমতি দেয়।
১৩ মে - ওড়িশার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হয় |
অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় |
২২ মে - কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জারি করা
অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) শংসাপত্রগুলিকে অবৈধ বলে আদেশ জারি করে।
২৬ মে - ঘূর্ণিঝড় রেমাল-এর পশ্চিমবঙ্গে ল্যান্ডফলের কারণে অতি ভারী বৃষ্টিপাতে
বারো জন নিহত হয়।
৪ জুন - সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। একক শক্তিতে বিজেপি সরকার
গড়তে ব্যর্থ হয় | জাতীয় যোগ্যতা সহ প্রবেশিকা পরীক্ষা (আন্ডারগ্র্যাজুয়েট) নিট
চলাকালীন অস্বাভাবিক ফলাফল এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ অসঙ্গতি নিয়ে
বিতর্ক ছড়িয়ে পড়ে |
৯ জুন - তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র
মোদী |
১৪ জুন - উত্তর-পূর্ব ভারত বন্যা, প্রবল বৃষ্টি এবং ভূমিধসে সিকিমে ছ' জনের মৃত্যু হয়
|
১৭ জুন - নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি
পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে ১৫ জন নিহত এবং ৬০ জন আহত হন।
২২ জুন - সুবোধ কুমার সিংকে ২০২৪ সালের নিট বিতর্কের কারণে ন্যাশনাল টেস্টিং
এজেন্সির ডিরেক্টর জেনারেল পদ থেকে সুবোধ কুমার সিংকে বরখাস্ত করা হয়।
২৭ জুন - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অষ্টাদশ লোকসভার আনুষ্ঠানিক সূচনা করেন |
২৯ জুন - দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ সালের পুরুষদের আইসিসি পুরুষদের টি
টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত |
১ জুলাই - দেশের ফৌজদারি বিধি হিসেবে ২০২৩ সালে পাস হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ও
অন্য দুটি আইন কার্যকর হয় |
১৪ জুলাই - ইসরোর চন্দ্রায়ণ-তিন সফল হয় |
১৮ জুলাই - উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড়-চন্ডিগড় এক্সপ্রেস ট্রেনের বারোটি
বগি লাইনচ্যুত হওয়ায় মপক্ষে ৪ জন নিহত এবং ২৫ জন আহত হন |
২৮ জুলাই - প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ
পদক যেতেন মনু ভাকর |
৩০ জুলাই - কেরালার ওয়েনার জেলায় ভূমিধসের ফলে কমপক্ষে ২৩১ জন নিহত, ৩৯৭
জন আহত এবং গা৮ জন নিখোঁজ হন। প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে মিক্সড
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকর এবং সরবজোত সিং ব্রোঞ্জ পদক জয়লাভ
করেন ।
১ আগস্ট - চলমান সীমান্ত বিরোধের সমাধান করতে, আলোচনার গতি বাড়াতে এবং
সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখতে নয়াদিল্লিতে আলোচনাত বসে ভারত ও চীন |
প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে
ব্রোঞ্জ পদক জেতেন স্বপ্নিল কুসালে |
৮ আগস্ট - প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদক
জেতে ভারত |
প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জেতেন নীরজ
চোপড়া |
৯ আগস্ট - প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফ্রিস্টাইল ৫৭
কিলোগ্রামে ব্রোঞ্জ পদক জেতেন আমান সেহরাওয়াত | কলকাতার সরকারি আর জি
কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা স্নাতকোত্তর শিক্ষানবিশ
চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভ ও দেশব্যাপী বিক্ষোভের জন্ম হয় ।
৪ সেপ্টেম্বর - ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স
এবং অন্যদিকে ত্রিপুরা রাজ্য সরকার এবং ভারত সরকারের মধ্যে ২০২৪ সালের
ত্রিপুরা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় |
৭ সেপ্টেম্বর - মণিপুরের জিরিবাম জেলায় কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে
অন্তত পাঁচজন নিহত হন।
১০ সেপ্টেম্বর - জাতিগত হিংসার কারণে মণিপুরে পাঁচ দিনের কার্ফু জারি করা হয় | বন্ধ
থাকে ইন্টারনেট পরিষেবা ।
১৫ সেপ্টেম্বর - অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগের
ঘোষণা করেন | তাঁর স্থলাভিষিক্ত হন আতিশি |
২৭ সেপ্টেম্বর - প্রতিষ্ঠানের 'সমৃদ্ধির' জন্য উত্তরপ্রদেশের হাথরস জেলায় স্কুলের
মালিকদের দ্বারা সম্পাদিত এক 'তান্ত্রিক বলিদানের প্রথায়' একজন দ্বিতীয় শ্রেণীর
ছাত্র নিহত হয় |
৫ অক্টোবর - হরিয়ানা বিধানসভার নির্বাচনে বিজেপি জয়ী হয় |
৬ অক্টোবর - জম্মু ও কাশ্মির বিধানসভা নির্বাচনে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও
বামপন্থী শক্তি জয়লাভ করে |
১১ অক্টোবর - চেন্নাইতে লুপ লাইনে মাইশোর-দ্বারভাঙা এক্সপ্রেস-এর সঙ্গে একটি
মালবাহী ট্রেনের সংঘর্ষে ১৯ জন আহত হন।
৬ নভেম্বর - জম্মু ও কাশ্মির ঞ্চলের জন্য আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা পুনরুদ্ধার
করার জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে জম্মু ও
কাশ্মির বিধানসভা।
১১ নভেম্বর - এয়ার ইন্ডিয়ার সাথে একীকরণ চুক্তির পর ন' বছর কাজ করার পর
ভিস্তারা কাজ বন্ধ করে দেয় |
২০ নভেম্বর - ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট ঝাড়খণ্ড বিধানসভায়
সংখ্যাগরিষ্ঠতা পায় | মহারাষ্ট্র বিধানসভায় জয়ী হয় বিজেপি নেতৃত্বাধীন জোট।
২৪ নভেম্বর - উত্তরপ্রদেশের সম্বলে আদালতের তত্ত্বাবধানে একটি মসজিদে জরিপ
নিয়ে সংঘর্ষে চারজন নিহত হন।
৩০ নভেম্বর - ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ুর স্থলভাগে আঘাত হানায় তিনজনের মৃত্যু
হয়।
৩ ডিসেম্বর - চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের
প্রতিবাদে বিক্ষোভকারীরা আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে হামলা চালায় ।
১১ ডিসেম্বর - ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্ব নেন সঞ্জয়
মালহোত্রা |
১২ ডিসেম্বর - চেন্নাইয়ের আঠারো বছর বয়সী গুকেশ দোম্মারাজু বিশ্ব দাবা
চ্যাম্পিয়নশিপ-এ সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে জয়লাভ করেন |
১৩ ডিসেম্বর - হায়দরাবাদে একটি ফিল্ম ইভেন্ট চলাকালীন পদদলিত হয়ে এক মহিলার
মৃত্যুর সাথে জড়িত থাকার অভিযোগে অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়।
১৮ ডিসেম্বর - রাজ্য এবং সাধারণ নির্বাচনের সমন্বয়ের আহ্বান জানানো একটি বিল
লোকসভায় পাস হয়নি |
প্রয়াণ :
১. রশিদ খান, হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতজ্ঞ |
২. শ্রীলা মজুমদার, অভিনেত্রী |
৩. অঞ্জনা ভৌমিক, অভিনেত্রী |
৪. মনোহর জোশি, রাজনীতিবিদ |
৫.কুমার সাহানি, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার |
৬. পঙ্কজ উদাস, শাস্ত্রীয় সংগীতশিল্পী |
৭. পার্থসারথী দেব, অভিনেতা |
৮. অতুল কুমার অঞ্জন, রাজনীতিবিদ |
৯. সুশীল কুমার মোদী, রাজনীতিবিদ |
১০. রামোজি রাও, চলচ্চিত্র প্রযোজক |
১১. পি. থানকাপ্পান নায়ার, ইতিহাসবিদ |
১২.স্মৃতি বিশ্বাস, অভিনেত্রী |
১৩. বিশ্বনাথ চৌধুরী, রাজনীতিবিদ |
১৪. অংশুমান গায়কোয়ার, ক্রিকেটার |
১৫. বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গ ও রাজনীতিবিদ |
১৬. নটবর সিং, রাজনীতিবিদ |
১৭. উৎপলেন্দু চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক |
১৮. এ . জি. নুরানি, ঐতিহাসিক, আইনজীবী |
১৯. সীতারাম ইয়েচুরি, রাজনীতিবিদ |
২০. এম.এম. লরেন্স, রাজনীতিবিদ |
২১. হাজি নুরুল ইসলাম, রাজনীতিবিদ |
২২. রতন টাটা, শিল্পপতি |
২৩.দেবরাজ রায়, অভিনেতা ও সংবাদ পাঠক |
২৪. হাফিজ আলম সাইরানি, রাজনীতিবিদ |
২৫. বিবেক দেবরায়, অর্থনীতিবিদ |
২৬. রোহিত বল, ফ্যাশন ডিজাইনার |
২৭. মনোজ মিত্র, অভিনেতা, পরিচালক ও নাট্যকার |
২৮. আশিস খান, শাস্ত্রীয় সংগীতজ্ঞ |
২৯. উমা দাশগুপ্ত, অভিনেত্রী |
৩০. অমিয় কুমার বাগচী, অর্থনীতিবিদ |
৩১. স্বদেশ চক্রবর্তী, রাজনীতিবিদ |
৩২. এস. এম. কৃষ্ণ, রাজনীতিবিদ |
৩৩. জাকির হোসেন, তবলা বাদক |
৩৪. ওম প্রকাশ চৌতালা, রাজনীতিবিদ |
৩৫. রাজা মিত্র, চলচ্চিত্র পরিচালক |
৩৬. শ্যাম বেনেগাল, চলচ্চিত্র পরিচালক |
৩৭. এম. টি. বসুদেবন নায়ার, ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার |
৩৮. ড. মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ |
_______________________________________________________
Comments :0