চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চেন্নাইন এফসিকে ২ -০ গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল। ম্যাচের গোলদাতা বিষ্ণু ( ৫৪ মিনিট ) ও জিকসন ( ৮৪ মিনিট ) । গত ম্যাচ থেকেই যেন খেলার একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে অস্কারের কোচিংয়ে। নর্থইস্ট র বিরুদ্ধে ভালো পারফরমেন্স করা বিষ্ণু এদিন ছিলেন অনবদ্য। বাঁ দিক থেকে ক্রমাগত রেখে যাচ্ছিলেন ক্রস। মাঝমাঠে জিকসনও অনেক বল স্ন্যাচ করে যাচ্ছিলেন। প্রতিপক্ষের স্ট্রাইকার উইলমারকে বেশ ভালোভাবেই রুখছিলেন আনোয়ার ও হিজাজি জুটি। অস্কারের আগমনের পর এক মোহনবাগান ছাড়া বাকি কোনো ম্যাচ হারেনি দল। এই ধারাবাহিকতাকে সম্বল করেই আগামীর পথ আরো প্রশস্থ করতে চায় অস্কার ব্রিগেড। শনিবার জয়ের পর ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এল ইস্টবেঙ্গল ।
EAST BENGAL vs CHENNAIN FC
' চেন্নাই এক্সপ্রেস ' কে রুখে দিলো লাল হলুদ ব্যারিকেড
×
Comments :0