কৃষ্ণগহ্বর খুঁজতে মহাকাশে পারি দিল ইসরোর বিশেষ স্যাটেলাইট। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে প্রথম এই ধরনের কোন স্যাটেলাইট মহাকাশে পাঠালো ভারত। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই কৃত্রিম উপগ্রহের নাম এক্সপোস্যাটের। কৃষ্ণগহ্বরের সন্ধান ও পর্যবেক্ষন করবে এই উপগ্রহ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের স্যাটেলাইট পাঠানো হয়েছিল।
এই স্যাটেলাইটে রয়েছে দু’টি স্তর আছে একটি পোলিক্স (পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে) অন্যটি এক্সস্পেক্ট (এক্স-রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং)। ইসরো সূত্রে খবর এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। পাঁচ বছর এই উপগ্রহ মহাকাশে কাজ চালাতে পারবে বলে বৈজ্ঞানিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments :0