সুদানে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮০০ মানুষ।
সুদানের ক্ষমত দখল নিয়ে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র্যায়পিড সাপোর্ট ফোর্সেস-র মধ্যে সংঘাত দেশটিকে অস্থির করে তুলেছে। রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন এবং সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে লড়াই চলছে।
শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে হাসপাতাল থেকে শুরু করে খাদ্য সরবরাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুই বাহিনীর মধ্যকার এই সংঘর্ষে বিমান হামলা, আর্টিলারি এবং ভারী গোলাগুলির ব্যবহারও দেখা যাচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানে যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি "ভয়াবহ প্রাণহানি" হচ্ছে।
সুদানে জাতিসংঘের দূত বলেছেন যে দুই পক্ষ - সুদানিজ সশস্ত্র বাহিনী (এসএএফ), এবং দেশটির কুখ্যাত আধাসামরিক বাহিনী, র্যা পিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) - আলোচনা করতে ইচ্ছুক হওয়ার কোনও লক্ষণ দেখাচ্ছে না।
খার্তুমের গুরুত্বপূর্ণ জায়গাগুলো কার নিয়ন্ত্রণে - তা নিয়ে পরস্পরবিরোধী খবরও পাওয়া যাচ্ছে।
Comments :0