GK | TAPAN KUMAR BAIRAGYA — NEAR OF THE MOON | NATUNPATA — 2025 JANUARY 10

জানা অজানা | তপন কুমার বৈরাগ্য — চাঁদের কাছের দেশ | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ১০

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BAIRAGYA   NEAR OF THE MOON  NATUNPATA  2025 JANUARY 10

জানা অজানা | নতুনপাতা

চাঁদের কাছের দেশ
তপন কুমার বৈরাগ্য

মা শিশুকে নিয়ে আদর করে বলে 'আয় আয় চাঁদমামা টিপ দিয়ে
যা'।চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,৪০০ মাইল দূরে আছে।
এতো দূরে থেকেও চাঁদ শিশুর মনে বিস্ময়ের উদ্রেক করে।
চাঁদটা যদি আরো কাছে থাকতো তবে এই চাঁদ শিশুর মনে
আরও বেশী বিস্ময় সৃষ্টি করতে পারতো। কিন্তু সেটা কি সম্ভব?
হ্যাঁ সম্ভব।  দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডর।
স্প্যানিশভাষায় ইকুয়েডর মানে বিষুবরেখা।বিষুবরেখা থেকে
উত্তরমেরু এবং দক্ষিণ মেরুর দূরত্ব সমান।অন্যান্য এলাকার 
তুলনায় কেন্দ্র থেকে বিষুবরেখার দূরত্ব সবচেয়ে বেশি।
বিষুবরেখায় মাধ্যাকর্ষণ বল তুলনামূলকভাবে কম।
ইকুয়েডরের রাজধানী কুইটো।যাকে চিরবসন্তের দেশ বলা হয়।
এই কুইটো ২হাজার৮৫০ মিটার উচ্চতায় অবস্থিত। এই কুইটোতে
আছে চিম্বোরাজে পর্বত।পৃথিবীর কেন্দ্র থেকে এভারেস্টের চেয়ে 
চিম্বোরেজের শীর্ষবিন্দুর দূরত্ব বেশি। ভৌগোলিক কারণে এবং
এই উচ্চতার জন্য কুইটো থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর অন্যান্য
দেশের চেয়ে অনেকটাই কম।চিম্বারোজের শীর্ষবিন্দু থেকে চাঁদের
দূরত্ব আরো বেশ কিছু কম। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ চাঁদ। সেই উপগ্রহকে ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে ভারী সুন্দর লাগে। এই চাঁদকে
এখান থেকে বেশ কিছু বড়ও লাগে। এই একটি কারণেও
কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয়।প্রায় ৩৯০০ মিলিয়ন
বছরের চাঁদকে এখান থেকে দারুণ উজ্জ্বল লাগে। ১৯১২সালের
৪ঠা জানুয়ারী পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল চাঁদ।সেদিন 
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিলো ৩,৪৮,২৫৯কিলোমিটার।
স্বাভাবিক দূরত্বের চেয়ে ৩৬,১৪১কিলোমিটার কম।সেদিন
পৃথিবী থেকে চাঁদকে অনেকটা বড় এবং আরো উজ্জ্বল
দেখিয়েছিল।ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে
আরো সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি উজ্জ্বল দেখিয়েছিল। এই বসন্তের দেশ কুইটোতে বিদেশী পর্যটকেরা  চাঁদের আকর্ষণে ছুটে যায়। 


 

Comments :0

Login to leave a comment