indian super league

ডার্বির প্রহর গুনছেন সমর্থকরা

খেলা

kolkata derby indian super league ছবি প্রতিকী থেকে

 

শনিবার আইএসএলে বাঙালির সব থেকে আবেগের ম্যাচ। ঘটি বাঙালের বিভক্ত হয়ে যাওয়ার ম্যাচ। মোহনবাগান ও ইস্টবেঙ্গলে ভাগ হওয়ার ম্যাচ। শনিবার আইএসএলের বড় ম্যাচে মুখোমখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গুয়াহাটির ইন্দিরাগান্ধী এথেলেটিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০ টায়। 
শনিবার মাঠে নামার আগে অবশ্য দুই শিবিরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শুক্রবার সন্ধ্যা প্রায় ৮টার দিকে গুয়াহাটির হোটেলে প্রবেশ করেছিল মোহনবাগান দল। ইস্টবেঙ্গল এসেছিল রাত প্রায় ১১ টা নাগাদ। থাপা ও আশিক চোটের কারণে খেলতে না পারলেও মলিনার দলে প্রচুর বিকল্প রয়েছে। এই ম্যাচ থেকেই চোট সাড়িয়ে ফিরবেন গ্রেগ স্টুয়ার্ট ও দিমি পেট্রেটস। তবে প্রথম থেকে হয়তো শুরু করবেন ম্যাকলারেন ও গ্রেগ। দিমির ডার্বি রেকর্ড ভালো হওয়ায় তাকে এবং কামিংসকে ব্যবহার করবেন মলিনা দ্বিতীয়ার্ধে এমনটা মনে করছেন অনেকে। আশীষ বাদে রক্ষণভাগের খেলোয়াড়দেরও অনেক গোল রয়েছে। শুভাশীষ ও আলবার্তোর চারটি করে গোল রয়েছে। টম আল্ড্রেডের দুটি ও দীপেন্দুর একটি গোল রয়েছে। ফলে এই দলে গোল করার লোক রয়েছে প্রচুর। দুই উইংয়ে রয়েছে লিস্টন ও মানভির। তাই একধাপ এগিয়ে থেকেই ডার্বিতে নামবে মোহনবাগান। 
 

অন্যদিকে কিছুটা চাপে রয়েছে ইস্টবেঙ্গল দল। আনোয়ারের চোট থাকায় তিনিও নেই ডার্বিতে। ফলে হিজাজি ও হেক্টরকে দিয়েই শুরু করবেন অস্কার। নিশু ও লালচুংনুঙ্গা থাকবেন দুই ব্যাক পজিশনে। মাঝমাঠে সৌভিক ও জিকসন। দুই উইংয়ে নন্দা ও বিষ্ণু। ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই বিষ্ণুর উপর। স্ট্রাইকারে শুরু করবেন ডিয়ামেনটেকস ও ক্লেটন সিলভা। পরে দিকে নামতে পারেন ডেভিড। গত কয়েকটি ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স করেছেন ডেভিড। তাই তাকে পরের দিকে নামিয়ে একটা চমক দিতে চান অস্কার। ধুঁকতে থাকা ইস্টবেঙ্গল পাখির চোখ করছে এই ডার্বিটাকেই। এই ম্যাচ জিততে পারলেই জবাব দেওয়া হয়ে যাবে অনেক প্রশ্নেরই। তাই মোহনবাগানকে এক ইঞ্চি জমিও ছেড়ে না দিয়ে লড়াইটা দিতে চাইছে ইস্টবেঙ্গল ।

সালটা ১৯২০। প্রথমবারের জন্য মুখোমুখি হয়েছিল এই দুই দল। কোচবিহার কাপের সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তারপর থেকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবল দাপিয়ে বেড়াচ্ছে এই দুই দল। একদিকে ইস্টবেঙ্গল ক্লাব যেমন প্রতিনিধিত্ব করে ওপাড় বাংলার ছিন্নমূল বাঙালীদের আভিজাত্যকে তাদের লড়াইকে। অন্যদিকে তেমনই প্রাক স্বাধীনতা ও স্বাধীনতাত্তোর পর্বে ভারতীয় ফুটবলের জাত্যাভিমান বহন করে চলেছে মোহনবাগান ক্লাব। সাদা কালো চামড়ার এই গোলকটিকে আপন করেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর। ইংরেজদের সেখানো সেই ফুটবলের দৌলতেই অমরত্ব প্রাপ্ত দুই দল যাদের এই বাঙালিই প্রাণ প্রতিষ্ঠা করেছে। এই ম্যাচ বাঙালিদের কাছে এতটাই আবেগপ্রবণ যে, পরিবারের কোনো প্রিয়জন বিয়োগের দিনেও মাঠমুখি করে তোলে সমর্থকদের। বর্তমানে ভারতীয় ফুটবলে কর্পোরেট যুগ চললেও বাঙালি ভাগ দেয়নি এই আবেগের স্বাদের।


মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল, শুভাশীষ, আলবার্তো, টম, আশীষ, টাংরি, আপুইয়া, লিস্টন, মানভির, গ্রেগ ও ম্যাকলারেন ।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ - গিল, হেক্টর, হিজাজি, নিশু, লালচুংনুঙ্গা, সৌভিক, জিকসন, বিষ্ণু, নন্দা, ডিয়ামেনটেকস ও ক্লেটন সিলভা ।

Comments :0

Login to leave a comment