BOOK REVIEW | SUBINOY MISHRA — HALDIYA | MUKTADHARA — 2025 JANUARY 10

বই | সুবিনয় মিশ্র — শিল্পনগরী হলদিয়ার নানা কথা | মুক্তধারা — ২০২৫ জানুয়ারি ১০

সাহিত্যের পাতা

BOOK REVIEW  SUBINOY MISHRA  HALDIYA  MUKTADHARA  2025 JANUARY 10

বই | মুক্তধারা

শিল্পনগরী হলদিয়ার নানা কথা
সুবিনয় মিশ্র


মেদিনীপুর জেলার নিম্ন সমভূমি অঞ্চল আজকের  শিল্পনগরী হলদিয়া। কী করে উনিশ শতকের ছয়ের দশকে সরকার  
স্বীকৃত হলদিয়া একদা শিল্পনগরীতে পরিণত হলো তারই সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হয়েছে এই বইটিতে। অসংখ্য মানুষের  
দীর্ঘ শ্রমের বিনিময়ে গড়ে উঠেছে এই শিল্পনগরী। বইটিতে  হলদিয়া শিল্পাঞ্চলের উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার, বস্তিবাসী থেকে  
সংগঠিত-অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের যন্ত্রণাবিদ্ধ মনের ভাষাও তুলে আনার চেষ্টা করা হয়েছে। বইটি লিখেছেন  
শ্রমিক আন্দোলনের কর্মী লক্ষ্মীকান্ত সামন্ত। কর্মসূত্রে কয়েক দশক হলদিয়া শিল্পনগরীর বাসিন্দা যিনি নিজে ট্রেড ইউনিয়ন  
কর্মী হিসাবে অভিজ্ঞতা অর্জন করেছেন আবার হলদিয়ার বন্দরনগরী থেকে শিল্প নগরীর তৈরি হওয়াও প্রত্যক্ষ করেছেন। 
ব্রিটিশ আমল থেকে মেদিনীপুর ছিল আন্দোলনের প্রথম সারিতে। পরাধীন ভারতে স্বাধীনতার প্রথম দৃপ্ত ঘোষণা হয়েছিল  
মেদিনীপুর থেকে। পরে হলদিয়া বন্দর পরিণত হয় মেহনতি মানুষের জীবন জীবিকার নতুন ঠিকানায়। এই বন্দরকে গলা  
টিপে মারার চেষ্টাও হয়েছিল। হলদিয়াতে যাতে বড় জাহাজ না আসতে পরে সে চেষ্টাও চলেছিল অত্যন্ত কৌশলে। মানুষ  
রুখে দাঁড়িয়েছিলেন। তার নাব্যতা বজায় রাখার আন্দোলন চলছে। এছাড়াও উঠে এসেছে তৈল শোধনাগারের কথা,  
রিফাইনারি ক্যান্টিন এমপ্লয়িজ ইউনিয়নের কথা, হলদিয়া সার কারখানা সম্পর্কে আলোচনা। 
হলদিয়ার কথা উঠলেই হলদিয়া পেট্রোকেমিক্যালসের কথা ওঠে। কীভাবে পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নের প্রতীকে পরিণত  
হলো হলদিয়া পেট্রোকেমিক্যালস সেই প্রসঙ্গ আলোচিত হয়েছে বইটিতে। সব মিলিয়ে হলদিয়া শিল্পনগরী গড়ে ওঠার  
প্রেক্ষাপট ও শিল্পাঞ্চল কেন্দ্রিক হলদিয়া নগরীর বিকাশের কিছু কথা পাওয়া যাবে এই বইটিতে।  
 

শ্রমে গড়া শিল্পনগরী হলদিয়া। লক্ষ্ণীকান্ত সামন্ত। ১৬০ টাকা।

Comments :0

Login to leave a comment