GK \ JERICHO — TAPAN KUMAR BAIRAGAY \ NATUNPATA \ 6 DECEMBER 2024

জানা অজানা \ খেঁজুরগাছের শহর \ তপন কুমার বৈরাগ্য \ নতুনপাতা \ ৬ ডিসেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

GK  JERICHO  TAPAN KUMAR BAIRAGAY  NATUNPATA  6 DECEMBER 2024

জানা অজানা

খেঁজুরগাছের শহর
তপন কুমার বৈরাগ্য

নতুনপাতা

পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরের নাম জেরিকো। যিশুখ্রিস্টের জন্মের ১১০০০  বছর আগে এই শহরের সৃষ্টি।প্রত্নতত্ববিদেরা
এই শহরের তেইশ জায়গায় খননকার্য চালিয়ে যে সব নির্দশনগুলো পেয়েছেন তারা সকলেই একমত হয়েছেন এইগুলো প্রায় 
১১০০০বছরের প্রাচীন। একে খেঁজুরগাছের শহরও বলা হয়। মরুভূমির উপর এই শহর নির্মিত হয়েছিল। এখানে তখন প্রচুর
তালগাছ এবং খেঁজুরগাছ জন্মাতো।তবে সংখ্যায় খেঁজুরগাছের সংখ্যা বেশি ছিল।

তাই তাঁরা এই শহরের নাম দিয়েছিল খেঁজুরগাছের শহর।সত্তরফুট ঢিবির উপরও এই শহরের কোনো
কোনো স্থান অবস্থিত ছিল।এই শহরটি জর্ডান উপত্যকায় অবস্থিত।পূর্বে আছে জর্ডান নদী।পশ্চিম জেরুজালেম।
এখানকার মাটি ছিল খুব উর্বর।নানান কৃষিজ ফসল তখন এখানে ফলতো।শহরের অধিবাসীরা প্রধানত কৃষিকার্যের
উপর নির্ভরশীল ছিল। শহরের জলসরবরাহ ব্যাবস্থা ছিল খুব উন্নত ।পাহাড়ের ঝরনার জল এখানকার অধিবাসীদের
বাড়িবাড়ি সরবরাহের ব্যাবস্থা ছিল।এখানকার মানুষেরা ছিল যোদ্ধা।
 

আজো এই শহরটা অস্তিত্ব আছে। ১৯১৮খ্রিস্টাব্দে এই শহরটাব্রিটিশরা দখল করে।শহরে বসতি বৃদ্ধি পায়।আস্তে আস্তে
আধুনিক শহরের রূপ পায়।১৯৬৭খ্রিস্টাব্দে ছয়দিনের যুদ্ধে ইসরায়েল এই শহরটা জয় করে।১৯৯৪সালে থেকে এই শহরটা
ফিলিস্তিনিদের শাসনে আছে।সবচেয়ে প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে বিভিন্ন দেশের পর্যটকেরা এখানে আসেন।

 

Comments :0

Login to leave a comment