INDIA AUSTRALIA

ভারত অলআউট ১৮০, স্টার্কের ৬ উইকেট, লড়াই নীতিশের

খেলা

অ্যাডিলেডে বর্ডার -গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে বিপাকে ভারত। 
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টেস্টে ১৬১ রান করা যশস্বী জয়সোয়াল ১ বল খেলেই শূন্য রানে আউট হন। স্টার্কের বলে আউট হন তিনি। ৬৪ বলে ৩৭ করে স্টার্কের বলেই আউট হন রাহুলও। 
স্কট বল্যান্ডের বলে আউট হন শুভমন গিল (৫১ বলে ৩১ রান)। গত টেস্টে নিজের ৩০তম সেঞ্চুরি করেছিলেন বিরাট। এদিন আউট হন ৭ রান করে (৮ বলে)। স্টার্কই আউট করেন তাঁকে। কামিংসের বলে আউট হন ঋষভ পন্থ (৩৫ বলে ২১ রান)। স্কট বল্যান্ডের বলে আউট হন অধিনায়ক রোহিত, ২৩ বলে ৩ রান করে। 
নীতীশকে স্টার্ক আউট করেন (৫৪ বলে ৪২ রান)। ২২ বলে ২২ রান করেন অশ্বিন। স্টার্কেরই বলে হরষিত রানা আউট হন শূন্য রানে। ৮ বল খেলে শূন্য রানে স্টার্কের বলে ওসমানকে ক্যাচ দিয়ে বসেন বুমরাহ। 
মাত্র ৪৪ ওভারে ১৮০-তে অলআউট হয়ে গেছে ভারত ।

Comments :0

Login to leave a comment