Israel Indian Workres

বিপদ মাথায় ইজরায়েলে ভারতের ১৬ হাজার নির্মাণ শ্রমিক

আন্তর্জাতিক

সাইরেন বাজছে। বাজলেই দৌড়াতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে। আবার বিপদ কেটে যাওয়ার বার্তা পেলেই নেমে পড়তে হচ্ছে কাজে। 
রাজু নিষাদরা ওমন জীবনের সঙ্গে মানিয়ে উঠছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর নতুন জীবনের কথাও বলেছেন রাজু। আপাতত রয়েছে মধ্য ইজরায়েলের শহর বির ইয়াকুভে। 
কেবল রাজুই নন, ভারত থেকে প্রায় ১৬ হাজার নির্মাণ শ্রমিক গিয়েছেন ইজরায়েলে। ইজরায়েলের যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে সুসম্প্রক জোরালো করতে ভারত থেকে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে রাজ্যে তাঁদের বাছাই করে পাঠানো হয়েছে ইজরায়েলের বিভিন্ন শহরে। 
ইজরায়েলে শ্রমিকের ঘাটতির কারণ প্যালেস্তাইনের নাগরিকদের চলে যাওয়া। পর্যবেক্ষকরা বলছেন, তাদের বেশিরভাগকেই তাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দেশের সব অংশের সমর্থন রয়েছে এমন পদক্ষেপে তা নয়। কারণ সব ইহুদি মোটেই উগ্র মৌলবাদী জায়নবাদকে সমর্থন করেন না। 
গত বছরের ৭ অক্টোবর প্যালেস্তাইনের গাজার প্রতিরোধী গোষ্ঠী হামাস-র হামলা হয়েছিল ইজরায়েলে। তার আগে ইজরায়েলের সেনা দখলদারির ভার বাড়িয়েছিল কয়েকগুন। গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে হামলা চলছিল ইজরায়েলের। হামাস-র হামলার পর ইজরায়েল কেবল পালটা হামলা করেনি। বস্তুত জাতিবিলোপে নেমে পড়েছে প্যালেস্তাইনের মাটিতে। গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক স্তরেই। 
রাজু নিষাদরা এই ঘটনাক্রমের ফসল। মোদী সরকারের সিদ্ধান্তে যদিও দেশময় সমালোচনার ঝড় উঠেছিল। দেশের শ্রমিকদের বিদসঙ্কুল এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন, উঠেছিল সে প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন ছিল সরকারের বিদেশনীতির অভিমুখে গুরুতর পরিবর্তনে। কারণ স্বাধীনতার আন্দোলনের সময় থেকে ভারত প্যালেস্তাইনের জনগণের স্বাধীনতার পক্ষে, পৃথক প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে। 
আরেক প্রশ্ন ছিল মোদী সরকারের প্রচারের সত্যতা নিয়েও। দেশের মধ্যে কাজ এবং মজুরির মান ভাল থাকলে কেনই বা বিদেশ দল বেঁধে পাঠানো হচ্ছে মজুরদের। দেশের কাজের বাজারে সঙ্কট আছে বলে এমন সিদ্ধান্ত, বলেছেন বিরোধীরা। 
ভারতীয় মুদ্রার মান ডলারের অঙ্কে সমানে নামছে। টাকার অঙ্কে ইজরায়েলে কর্মরত এই শ্রমিকরা যা পাচ্ছেন, তা ভারতে মজুরির তিনগুন বলে জানিয়েছেন তাঁদের কেউ কেউ। 
প্রশ্ন রয়েছে নিরাপত্তা নিয়েও। ভারতে বিদেশ বিনিয়োগের কাছাকাছি অঙ্কে বিদেশি মুদ্রা আসে অভিবাসী শ্রমিকদের থেকে। তাঁদের বড় অংশ কর্মরত মধ্য প্রাচ্যে। সেই সঙ্গে অসুরক্ষিত এই বিশাল অংশের শ্রমজীবী।

Comments :0

Login to leave a comment