MUKTADHARA : BOOK REVIEW : SUBINOY MISHRA : STALINE : 20 SEPTEMBER 2024, FRIDAY

মুক্তধারা : বই : বাঙালির স্তালিন চর্চায় উল্লেখযোগ্য সংযোজন : সুবিনয় মিশ্র : ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  BOOK REVIEW  SUBINOY MISHRA  STALINE  20 SEPTEMBER 2024 FRIDAY

মুক্তধারা : বই 

বাঙালির স্তালিন চর্চায় উল্লেখযোগ্য সংযোজন

সুবিনয় মিশ্র


বাঙালির স্তালিন চর্চার সূচনা অনেকদিনের। তার ধারাও বিচিত্র। বর্তমান বইটি সেই ধারাকেই সমৃদ্ধ করেছে। এটি প্রথম  
প্রকাশিত হয়েছিল ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়ন পতনের আগে। তার তেত্রিশ বছর পরে মূলত বাঙালির  
স্তালিনের প্রতি আগ্রহের কারণে আবার প্রকাশিত হলো এই বই । সমাজতন্ত্র নির্মাণের পথনির্দেশ যেমন তিনি দিয়ে  
গিয়েছিলেন তেমনি সমাজতন্ত্র মানুষকে কি দিতে পারে তাও দেখিয়ে গিয়েছিলেন। তিনি উপহার দিয়েছেন ফ্যাসিবাদ মুক্ত  
পৃথিবী। আর সমাজতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা হয়ে উঠেছিল পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীদের জন্য ভীষণ  
আতঙ্কের ব্যাপার। তাই আজও স্তালিনের ভাবমূর্তিকে গুঁড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা। ১৯৮৯ সালের শেষদিকে  
পূর্ব র্ইউরোপের দেশগুলিতে একের পর এক যেসব পরিবর্তন ঘটেছিল, সেগুলি সমাজতন্ত্রের ইতিহাসে খূবই গুরুত্বপূর্ণ  
ঘটনা। একদিকে এই ঘটনায় সমাজতন্ত্রের কার্যকারিতা নিয়ে একটা নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে অন্যদিকে মানুষ  
এটাও বুঝেছে সংশোধনবাদী চিন্তা দিয়ে পুঁজিবাদকে ঠেকানো যায় না। সমাজতান্ত্রিক চিন্তাধারা ও ব্যবস্থার কাঠামোর মধ্যে  
অবস্থিত পুঁজিবাদী চিন্তাধারা ও তৎপরতার অপর নামই হলো সংশোধনবাদ। এটা এই পরিবর্তনের একটি ইতিবাচক দিক।  
‘স্ট্যালিন প্রসঙ্গে’ বইটি পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীদের দ্বারা সৃষ্ট সমাজতন্ত্র-বিরোধী আবহাওয়ার মুখোমুখি হয়ে অনেক ভ্রান্ত  
ধারণা দূর করতে সাহায্য করবে। দেশগঠন থেকে ফ্যাসিস্ত মোকাবিলা সবেতেই তিনি ছিলেন অনন্য। আজকের ভারতীয়  
পরিস্থিতিতেও তাঁর  ভাবনার প্রাসঙ্গিকতা রয়েছে।   
 

স্ট্যালিন প্রসঙ্গে । সম্পাদনা : বদরুদ্দীন উমর। প্রথম বহুস্বর সং। বহুস্বর। ১/১৬, চিত্তরঞ্জন কলোনি, কলকাতা—৩২। ৩৭৫  
টাকা।

 

Comments :0

Login to leave a comment