ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকতে বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন একটি ভিডিও বার্তায় দলের কর্মীদের বিপর্যয়ের মোকাবিলায় তৈরি থাকার বার্তা দেন তিনি।
ইতিমধ্যেই রেমালের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় অঞ্চল সহ নিকটবর্তী জেলাগুলোতে। কলকাতায় সকাল থেকে আকাশের মুখ ভার এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। দুই ২৪ পরগনাতেও চলছে তীব্র হাওয়া ও বৃষ্টি। বেলা বাড়তেই দুর্যোগের পরিমাণ বাড়তে শুরু করবে বলে রয়েছে পূর্বাভাস। বঙ্গোপসাগরে থেকে প্রতি ঘণ্টায় ৯০ কে ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে রেমাল। সর্বশেষ খবরে জানা গিয়েছে, রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ২৬০ কিমি দূরে রয়েছে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে এই ঝড়ের দূরত্ব ছিল ২৪১ কিলোমিটার। সাগরদ্বীপ থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান রয়েছে ঝড়ের।
Comments :0