কবিতা | নতুনপাতা
হরি সিং
সৈকত কুণ্ডু
আমাদের হরি সিং ভুঁড়ি তার মস্ত
তুড়ি মেরে করে দেয় সব সন্ত্রস্ত।
ডাল রুটি খেয়ে নাকি কী ভীষণ শক্তি
এ জগতে গো মাতাতে আছে শুধু ভক্তি।
গোঁফ জোড়া সুবিশাল যেন গালপাট্টা
সে সাহস হবে কার কে করবে ঠাট্টা?
একতলা বাড়িটার গোয়ালের পাশেতে
গোমাতা প্রণাম করে প্রতিদিন আসে সে।
সেদিন সে কাচুমাচু বৃষ্টিতে ভিজে কাক
কেষ্টর জীব কিনা ঘরেতেই তারা থাক।
সেই থেকে হরি সিং বাস করে গোয়ালে
গোমাতাকে যরতে তার ঘরে শোয়ালে।
ভাবছো কী এ নেহাৎ আজগুবি গল্প
তবে তুমি হরি সিংয়ে চিনেছোই অল্প।
বিশ্বাস না হয়তো উঁকি দিয়ে বাড়িতে
দেখো হরি পায়ে হাঁটে গোমাতারা গাড়িতে।
Comments :0