POETRY | SUBRATA CHOWDARY — WINTER WOMAN | MUKTADHARA — 2025 JANUARY 20

কবিতা | সুব্রত চৌধুরী — শীতের কাঁপন — নতুনপাতা | ২০২৫ জানুয়ারি ২০

ছোটদের বিভাগ

POETRY  SUBRATA CHOWDARY  WINTER WOMAN  MUKTADHARA  2025 JANUARY 20

কবিতা | নতুনপাতা

শীতের কাঁপন
সুব্রত চৌধুরী

সূর্য‍্যি কোথায়  সূর্য‍্যি কোথায় 
মেঘের আড়ে ওই,
টোকাই সোনা খুঁজছে তাকে
খুঁজছে যে পই পই।

ঠক ঠকা ঠক কাঁপন লাগে
টোকাই সোনার গায়,
শীতের সময় টোকাই ভাসে
দুঃখ ব‍্যথার নায়।

রাতের বেলা ছেঁড়া কাঁথায় 
আহা কী যে কষ্ট,
শীতের বুড়ির ওপর ভীষন 
হয় যে টোকাই রুষ্ট ।

শীতের বুড়ি কেন আসে 
টোকাই ভাবে বসে,
আসছে বছর এলে আবার 
চড়টা মারবে কষে।

Comments :0

Login to leave a comment