QUZE | AML KAR | NATUNPATA — 2025 JANUARY 9 : ANS,

বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ৯ : উত্তর

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  2025 JANUARY 9  ANS

বলতে পারো | অমল কর | নতুনপাতা২০২৫ জানুয়ারি ৯ : উত্তর

জিজ্ঞাসা

 

১. ফরাসি সুপার কাপ ফুটবল বিজয়ী এবার কোন্ দল ? 
২. ২০২৪ সালে সন্তোষ ট্রফির বিজয়ী দলের কোচ, অধিনায়ক ও সর্বাধিক গোলদাতার নাম বলো।
৩. বিশ্বভারতী চিঠিপত্র সিরিজে "ভাই ছুটি" শিরোনামে যেটি প্রকাশ করে সে সম্বন্ধে যা জানো বলো।
৪. পল্লিকবি জসিমউদদীন প্রধান কোন্ কোন্ পুরস্কার লাভ করেন?
৫. বিশিষ্ট ব্যঙ্গচিত্রী হরিশচন্দ্র শুক্লা , যিনি "কাক" ছদ্মনামে ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকতেন ,তাঁর সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৬. ভারতের কোথায় কতদিন পরে পাওয়া যায় দুষ্প্রাপ্য "নীলকুরেঞ্জি" ফুল?

সমাধান 

 

১. ফরাসি সুপার ফুটবল কাপ জেতার হ্যাটট্রিক করল পিএসজি। মোনাকোকে উসমান দেম্বেলে-র গোলে ১-০ জিতে গত ১২ বছরে ১১ বার জয়ী পিএসজি।
২. ২০২৪ সালের সন্তোষ ট্রফির বিজয়ী  "পশ্চিমবঙ্গ" দলের সফল কোচ ছিলেন সঞ্জয় সেন, অধিনায়ক ছাকু মান্ডি ও সর্বাধিক (রেকর্ড) ১২টি  গোলদাতা রবি হাঁসদা।
৩. স্ত্রী মৃণালিনী দেবীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর -এর ৩৬ টি চিঠি বিশ্বভারতী "চিঠিপত্র" সিরিজে চিত্রশিল্পী হিরণ মিত্র-র প্রচ্ছদে অমিত্রসূদন ভট্টাচার্য -র সম্পাদনায় রথীন্দ্রনাথ ঠাকুর -এর উদ্যোগে ১৩৪৯ বঙ্গাব্দে প্রকাশ করে।
৪."পল্লিকবি" জসিমউদদীন ১৯৫৮ সালে রাষ্ট্রপতি পুরস্কার __প্রাইড অব পারফরম্যান্স পান, ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার পান,১৯৬৯ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট পান,১৯৭৬ সালে একুশ পদক এবং ইউনেস্কো পুরস্কার পান ১৯৭৬ সালে ।
৫. একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও রাজনৈতিক কার্টুনিস্ট বা ব্যঙ্গচিত্রী হিসাবে হরিশচন্দ্র শুক্লা "কাক" ছদ্মনামে দৈনিক জনসত্তা ও দৈনিক নবভারত পত্রিকায় সাংবাদিকতার পেশাকে মান্যতা দিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কার্টুনিস্ট পুরস্কার,সাংবাদিকতায় জাতীয় পুরস্কার এবং প্রেস কাউন্সিল সম্মাননা লাভ করেন।
৬. ভারতের পশ্চিমঘাট পর্বতমালার কোদাইকানাল অঞ্চলে ১২ বছরে একবার পাওয়া যায় দুষ্প্রাপ্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য "নীলকুরিঞ্জি" ফুল।

Comments :0

Login to leave a comment