বলতে পারো
অমল কর
নতুনপাতা
জিজ্ঞাসা
১. কোন মহিলা ফুটবলার ২০২৪ সালে ব্যারন ডি-অর খেতাব জয়ী?
২. অলিম্পিকে কোন মহিলা সবচেয়ে বেশি পদকজয়ী?
৩. বিশিষ্ট কবি আশিস সান্যাল সম্বন্ধে যা জানো সংক্ষেপে বলো।
৪. কবি আশিস সান্যাল- এর প্রকাশিত গ্ৰন্থ ও প্রাপ্ত কয়েকটি পুরস্কার উল্লেখ করো।
৫. বাউল কবি অরুণকুমার চক্রবর্তী সম্বন্ধে যা জানো সংক্ষেপে বলো।
৬. কবি অরুণকুমার চক্রবর্তী-র বিখ্যাত গান ও কবিতা কোনগুলো?
সমাধান
১. স্পেন এবং এফ সি বার্সেলোনা দলের মহিলা ফুটবলার আইতানা বোনমাতি ২০২৪ সালে ব্যারন ডি-অর খেতাব তথা সোনার বল জয়ী।
২. অলিম্পিকে (১৯৫৬,১৯৬০ ও ১৯৬৪ সালে) সবচেয়ে বেশি পদকজয়ী মহিলা(মোট ১৮ টি) লারিসা লাতিনিনা (সোভিয়েত রাশিয়া)।
৩. বেঙ্গলি লিটারেচার পত্রিকার সম্পাদক,
কবি-প্রাবন্ধিক -কথাকার -অনুবাদক,১৯৮৯ সালের ভারতের জাতীয় কবি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক আশিস সান্যাল (১৯৩৮- ২০২৪) কবিতার জন্য জাপান ভিয়েতনাম ব্যাঙ্কক ফ্রান্স নরওয়ে সার্বিয়া বাংলাদেশ প্রভৃতি দেশ ভ্রমণ করেন। সার্ক রাষ্ট্রভুক্ত কবি সম্মেলন, বিশ্ব কবিতা উৎসব,প্রেমেন্দ্র মিত্র জন্মশতবর্ষে কবি সম্মেলনের তিনি ছিলেন মধ্যমণি।
৪. কবি আশিস সান্যাল-এর কাব্যগ্রন্থ, উপন্যাস ও গল্পগ্ৰন্থ, অনুবাদ গ্ৰন্থ ও সম্পাদিত গ্ৰন্থ সংখ্যা ১৫৮টি।
তিনি নরওয়ে ,বাংলাদেশ,
ভূয়েলকা, মাইকেল মধুসূদন দত্ত, সাহিত্য মহোপাধ্যায়, অন্নদাশঙ্কর,বিষ্ণু দে, অরুণ মিত্র, বঙ্গবন্ধু, কলাভারতী, রূপসি বাংলা,দিনেশ দাস ইত্যাকার সহ কাশী, অসম,গুজরাত, ত্রিপুরা প্রভৃতি রাজ্য থেকে প্রায় শতাধিক পুরস্কার প্রাপ্ত।
৫. অউম পত্রিকা সম্পাদনা, লোকসংস্কৃতি চর্চা করা ,পাহাড়ে জঙ্গলে আদিবাসী ও বাউল সঙ্গ,নগরে প্রান্তরে গ্ৰামে গঞ্জে মঞ্চে মাঠে কবিতা আর গান-নাচ পরিবেশক,পেশায় ইঞ্জিনিয়ার, কয়েকটি গ্ৰন্থ প্রণেতা, বেশকিছু খেতাবজয়ী বিশিষ্ট কবি অরুণকুমার চক্রবর্তী (১৯৪৬-২০২৪)।
৬. 'লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা' _কবি অরুণকুমার চক্রবর্তী-র বিখ্যাত গান এবং 'রবিঠাকুর পেন্নাম হই' তাঁর বিখ্যাত কবিতা।
Comments :0