MSP ACT: SC Notice

ফসলের দাম আইন: কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট

জাতীয়

ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করার আইনের মতো দাবিতে লাগাতার সরব রয়েছেন কৃষকরা। বৃহস্পতিবার কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। 
পাঞ্জাবের কৃষক নেতা অনশনরত জগজিৎ সিল দালেওয়ালের স্বাস্থ্য সম্পর্কিত মামলার শুনানি চলছিল এদিন দুই বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। 
পাঞ্জাবের এই কৃষকরা দিল্লি অভিমুখে যাত্রা করলেও আটকে দেওয়া হয় হরিয়ানা সীমান্তে শম্ভু এবং খনৌরিতে। প্রতিবাদে অনশন চালাচ্ছেন দালেওয়াল। শতাধিক কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা আলোচনা চেয়ে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতিকে। 
পাঞ্জাবের এই কৃষকদের পাশাপাশি সংযুক্ত কিসান মোর্চা গত মাসেই দেশের পাঁচশোর বেশি জেলা সদরে বিক্ষোভ দেখিয়েছে। দাবি, দিল্লির কৃষক আন্দোলনের সময় নরেন্দ্র মোদী সরকারই ন্যনতম দাম নিশ্চিত করার আইনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও মানা হয়নি। কৃষি বিপণন নীতি কাঠামোর খসড়ারও বিরোধিতা করছেন কৃষকরা। কৃষকনেতা এবং সারা ভারত কৃষকসভার সহ সভাপতি হান্নান মোল্লা বলেছেন, ’’এই খসড়া পাশ হলে সংসদকে এড়িয়ে কৃষির কর্পোরেটের নিয়ন্ত্রণ কায়েম করবে সরকার। আন্দোলনের চাপে বাতিল তিন কৃষি আইনের চেয়েও ভয়ঙ্কর এই খসড়া।’’ 
দালেওয়ালের শারীরিক পরিস্থিতির পাশাপাশি কৃষকদের দাবি এবং মোদী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধেও দায়ের হয়েছে আবেদন। তার ভিত্তিতেই এদিন কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। 
দালেওয়াল সংক্রান্ত আবেদনে বেঞ্চ বলেছে যে "আদালত কখনই কৃষক নেতা জগজিৎ সিংয়ের  প্রতিবাদ ভাঙার জন্য নির্দেশ দেয়নি। আদালত শুধুমাত্র তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এবং তাঁকে চিকিৎসা সহায়তা প্রদান করতে চায়।" 
এই সম্পর্ক পাঞ্জাব সরকার এবং কৃষকনেতাদের একাংশের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছে আদালত। 
বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, "আদালত বেশি কিছু বলতে চায় না। কিন্তু দেখা যাচ্ছে পাঞ্জাব সরকারের আধিকারিক এবং কিছু কৃষক নেতা মিডিয়াতে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখছেন। যার ফলে বাস্তব পরিস্থিতি আরও জটিল হচ্ছে। 
পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল গুরমিন্দর সিং যদিও এমন কোনও প্রয়াস হয়নি বলেই জানিয়েছেন আদালতে। তিনি বলেন, বলেছেন, "কৃষক নেতা জগজিৎ সিং-কে অনশন না ভেঙেও চিকিৎসা সহায়তা নিতে রাজি করার চেষ্টা করা হচ্ছে।"
বিচারপতিরা বলেন, ‘‘পুলিশের ডিজি এবং মুখ্যসচিব দু’জনেই ভার্চুয়ালি শুনানিতে আহাজির রয়েছেন। আশা করা যায় আদালতের বক্তব্য প্রশাসন বুঝতে পারবে।’‘
৬ জানুয়ারি মামলার শুনানি রয়েছে ফের।

Comments :0

Login to leave a comment