বৃহষ্পতিবার ৩১ অক্টোবর কালীপুজোর দিনে ২০২৫ আইপিএলের খেলোয়াড় দের ধরে রাখার শেষ সময়সীমা। এইবারের নিলামে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজ তার দল থেকে মোট ৬ টি খেলোয়াড় ধরে রাখতে পারবে । এই খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে তারা রাইট টু কার্ড অর্থাৎ RTM কার্ডের ব্যবহার করতে পারবে। খেলোয়াড় নির্ধারণের ক্ষেত্রে ৩১ অক্টোবরের মধ্যে যে তালিকা দিতে হবে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজকে , সেই তালিকায় যদি কোনো দল মোট ৬ টি খেলোয়াড়ের নাম দিয়ে থাকে। তাহলে নিলামের সময় তারা এই RTM কার্ড ব্যবহারের অনুমতি পাবেনা। কোনো দল মোট ৩ টি খেলোয়াড়ের নাম লিখলে তারা তিনটি RTM কার্ড ব্যবহারের অনুমতি পাবে। এছাড়াও কোনো দল যদি মোট ৫ টি ক্যাপড খেলোয়াড়দের ধরে রাখে তাহলে অবশিষ্ট ওই একটি কার্ডটি তারা ব্যবহার করতে পারবে একজন আনক্যাপড খেলোয়াড়ের ক্ষেত্রে । এই বছর খেলোয়াড় নির্ধারণের স্ল্যাবগুলি হল -
ক্যাপড খেলোয়াড়- ১:১৮ কোটি টাকা
ক্যাপড খেলোয়াড়- ২:১৪ কোটি টাকা
ক্যাপড খেলোয়াড় - ৩:১১ কোটি টাকা
ক্যাপড খেলোয়াড় - ৪:১৮ কোটি টাকা
ক্যাপড খেলোয়াড়- ৫:১৪ কোটি টাকা
আনক্যাপড খেলোয়াড় - ৪ কোটি টাকা
বিদেশী খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে কোনো নিয়ম নেই। একটি দল চাইলে তারা তাদের সমস্ত বিদেশীদেরই ধরে রাখতে পারবে। যে খেলোয়াড়ের প্রতিটি ফরম্যাটেই জাতীয় দলের হয়ে এখনো অভিষেক ঘটেনি । তাকেই আনক্যাপড খেলোয়াড় হিসেবে গণ্য করা হবে।
Comments :0