গত ম্যাচে টেবিল টপার বেঙ্গালুরুকে ৩-০ গোলে হারানোর পরে ছন্দ ফিরে পেয়েছে মানালো মার্কেজের গোয়া। প্রত্যেক ম্যাচেই গোল পাচ্ছেন মোহনবাগান থেকে গোয়ায় যোগ দেওয়া আরমান্দ সাদিকু। বুধবারের ম্যাচ জিতলে ১২ পয়েন্ট নিয়ে তারা জামশেদপুরকে পিছনে ফেলে তারা চলে যাবে চতুর্থ স্থানে। অন্যদিকে পাঞ্জাবও চেন্নাইকে গত ম্যাচে হারিয়েছে। জোড়া গোল করেছেন লুকা মাজেন। আর্জেন্টাইন এজেকুয়ে ভিদাল দারুণ ফর্মে রয়েছেন। ম্যাচ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে পাঞ্জাব কোচ পানাজিওটিক্স জানিয়েছেন ' গোয়া খুবই ভালো দল , তাদের কোচের আক্রমণ ও রক্ষণভাগ নিয়ে কিছু বিশেষ পরিকল্পনা থাকে , এটা তাদের হোম ম্যাচ এবং আমাদের ম্যাচটা খুব সহজ হবেনা , তবুও আমার বিশ্বাস আমরা আমাদের পরিকল্পনামাফিক খেলে একটা ইতিবাচক ফলাফল পাবো ' । বুধবারের ম্যাচটি জিতলে ১৫ পয়েন্ট নিয়ে মোহনবাগানকে পিছনে ফেলে পাঞ্জাব উঠে আসবে দ্বিতীয় স্থানে।
ISL
আইএসএলে মুখোমুখি পাঞ্জাব - গোয়া
×
Comments :0