ধানের সরকারি সংগ্রহে দুর্নীতির খবর করেছিলেন। স্ট্যাম্প ডিউটি কেলেঙ্কারির খবরও করেছিলেন রাঘবেন্দ্র বাজপেয়ী। উত্তর প্রদেশের সীতাপুরে এই সাংবাদিককে হত্যা করে হয়েছে। স্থানীয় জমি বিক্রিতে সরকারি স্ট্যাম্প ডিউটি ফাঁকি দেওয়া সংক্রান্ত খবরও করেছিলেন তিনি।
প্রতিবাদের জেরে একাধিক সরকারি আধিকারিককে গ্রেপ্তারও করতে হয়েছে পুলিশকে। ধৃতদের মধ্যে রয়েছে রাজস্ব বিভাগের তিন আধিকারিকও। সোমবার পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
রাঘবেন্দ্র বাজপেয়ী ‘দৈনিক ভাস্কর’ সংবাদগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। পরিবার জানিয়েছে যে ১০ দিন আগে ধানের সংগ্রহ নিয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত খবর করেছিলেন তিনি। তারপর থেকে হুমকি পাচ্ছিলেন।
সাংবাদিক বা তথ্য অধিকার আন্দোলনের কর্মীদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে ভারত। আন্তর্জাতিক স্তরেও তা নিয়ে উদ্বেগ রয়েছে। গত জানুয়ারিতেই খুন করা হয়েছিল ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে। বিজেপি শাসিত এই রাজ্যেও সাংবাদিকদের শাসানোর অভিযোগ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে একাধি ঘটনায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে।
সাংবাদিকতার পাশাপাশি বাজপেয়ী তথ্যের অধিকার আইন মোতাবেক বিভিন্ন সময় আবেদন করতেন প্রশাসনের কাছে।
নিহত সাংবাদিকের স্ত্রী রশ্মি বাজপেয়ী মাহোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে যে তিনজন বাইক থামিয়ে গুলি চালায়। এই তিনজনের পরিচয় জানা যায়নি। প্রত্যেকের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
অভিযোগে জানানো হয়েছে শনিবার দুপুর আড়াইটেয় বাড়ি থেকে বের হন। বাড়িতে বলেছিলেন একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। এক ঘন্টা বাদে স্ত্রীয়ের কাছে ফোন আসে যে সীতাপুর রোডে হেমপুর ক্রসিং ওভারব্রিজের কাছে তিন দুষ্কৃতী হত্যা করেছে তাঁর স্বামীকে। সীতাপুর জেলা হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় হেমন্ত বাজপেয়ীকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Journalist Murder UP
ধান সংগ্রহে দুর্নীতির খবর লেখার পর সীতাপুরে খুন সাংবাদিক

×
Comments :0