মঙ্গলবার রাত ১:৩০ টায় ( বুধবার ) সান্তিয়াগো বার্নাব্যুতে ফের হারের সম্মুখীন হল রিয়াল মাদ্রিদ। এসি মিলানের কাছে ৩ - ১ এ হার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের। মিলানের গোলদাতা মালিক থিয়াও ( ১২ মিনিট ) , আলভারো মোরাতা ( ৩৯ মিনিট ) ও রেজিন্দার্স ( ৭৩ মিনিট ) । রিয়ালের একমাত্র গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র ২৩ মিনিটে পেনাল্টি থেকে। এই দুই সপ্তাহটা রিয়াল মাদ্রিদের জন্য যেন অভিশপ্ত হয়ে উঠছে । বার্সিলোনার কাছে ৪ গোলে হার , ভিনির ব্যালন ডি অর না পাওয়া ও ঘরের মাঠে মিলানের কাছে হার । সবমিলিয়ে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে আনসেলত্তির ছেলেরা । ঢাকঢোল পিটিয়ে এম্বাপ্পেকে আনলেও, এখনও পর্যন্ত তিনি দাগ কাটতে ব্যর্থ। অন্য আর একটি ম্যাচে ঘরের মাঠে ম্যান সিটিকে হারালো রুবেনের স্পোটিং সিপি। ৪ -১ গোলে হারলেন পেপ গার্দিওলা। ৪ মিনিটে ফিল ফোডেন গোল করে এগিয়ে গেলেও পরবর্তীতে ম্যাচে হ্যাটট্রিক করেন গোকেরেস ( ৩৮ , ৪৯ , ৮০ মিনিট ) । ৪৬ মিনিটে গোল করেন আরাউহো। স্পোটিং এর হয়ে শেষ ম্যাচ খেলিয়ে জিতে ১৫ ডিসেম্বরের মহড়া সেরে রাখলেন রুবেন আমোরিম। ম্যান ইউএর দায়িত্ব নেওয়ার পর তার প্রথম ম্যানচেস্টার ডার্বি ওই ১৫ ডিসেম্বরেই। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের অন্যান্য ম্যাচে স্টার্ন গ্রেজকে ১ -০ গোলে হারালো ডর্টমুন্ড। লিপজিগকে ৩-১ হারালো সেল্টিক । ১ - ১ ড্র হল লিল্লে ও জুভেন্টাসের ম্যাচ। লেভারকুসেনকে ৪ -০ গোলে হারালো লিভারপুল । বলোগোনার বিরুদ্ধে মোনাকো জিতলো ১ -০ গোলে ।
World Football
রিয়াল ও ম্যান সিটির হার চ্যাম্পিয়ন্স লিগে
×
Comments :0