মন্দির থেকে চুরি গুজবের জেরে তামলিনাড়ুর পুদুকোট্টাইতে (Pudukottai) এক পরিবারের ছয় সদস্যকে তাড়া করে আক্রমণ। ঘটনায় মৃত্যু পরিবারের দশ বছর বয়সী একটি মেয়ের। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। গত ১৪ নভেম্বর, একটি মেসেজ ছড়িয়ে পড়ে হোয়াটস্যাপে যেখানে বলা হয় পুদুকোট্টাই জেলার কিল্লানুর গ্রামের কাছে রাস্তার পাশের মন্দিরে ডাকাতি করতে দেখা গেছে একটি দলকে। সেই সময়েই ছয়জন অচেনা লোকের একটি দলকে অটোরিকশায় করে ঘুরতে দেখা গেলে গ্রামবাসীরা তাদের ডাকাত ভেবে তাড়া করে।
অটোরিকশাটিকে ঘেরাও করে মাছুবদী এলাকায় থামিয়ে পরিবারের সদস্যদের ওপর আক্রমণ নামিয়ে আনে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিবারটিকে উদ্ধার করে, যারা কুড্ডালোরের বাসিন্দা।
পরিবারটিকে পুদুকোট্টাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে গুরুতর আহত শিশুটি বুধবার সন্ধ্যায়, ১৬ নভেম্বর মারা যায় মেয়েটি।
এই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে গ্রামবাসীদের তরফেও মন্দির থেকে চুরি করার ভিডিও তুলে ভাইরাল করার কথা জানা যাচ্ছে পরিবারটির বিরুদ্ধে। ঘটনার উভয় দিক খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্যসমূহ :0