Panskura co Operative Election

পাঁশকুড়ার কৃষি সমবায়ে তৃণমূল-বিজেপি’কে হারিয়ে জয়ী প্রগতিশীলরা

জেলা

Panskura co Operative Election


পাঁশকুড়ার যশোড়া এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে তৃণমূল এবং বিজেপি’কে হারিয়ে জয়ী হলেন প্রগতিশীল প্রার্থীরা। এই সমবায় আগে তৃণমূলের দখলে ছিল। 
এই সমবায়ে আসন মোট আসন ৯টি। প্রত্যেকটি আসনে প্রার্থী দেন বামপন্থী প্রগতিশীলরা। প্রার্থী দেন তৃণমূল এবং বিজেপি’র অনুগামীরাও। রবিবার ভোট গ্রহণ হয়েছিল। বিকালেই ফল প্রকাশ হয়। 


সমবায়ের ৯টি আসনের মধ্যে ৫ টিতে জয়ী হন প্রগতিশীল প্রার্থীরা। ৪টি আসন পায় তৃণমূল। বিজেপি সমর্থিত প্রার্থীরা কোনও আসনেই জিততে পারেননি। 
প্রগতিশীল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন গণআন্দোলনের নেতা নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলী, মহাদেব মাইতি, নিতাই সন্নিগ্রাহী।
 

Comments :0

Login to leave a comment