Bus Accident Madhya Pradesh

ডাম্পারের সঙ্গে বাসের সংঘর্ষ মধ্যপ্রদেশে, আগুনে ঝলসে নিহত ১৩

জাতীয়

মধ্যপ্রদেশে ডাম্পারের সঙ্গে যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আগুনে ঝলসে প্রাণ হারালেন ১৩ জন। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো অন্তত ১৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা থেকে আরোন যাওয়ার পথে।

গুনার এসপি জানিয়েছেন, বুধবার রাত নটা নাগাদ ৩০ জন যাত্রী নিয়ে গুনা থেকে আরোন যাচ্ছিল একটি বাস। উল্টো দিক থেকে আসছিল একটি ডাম্পার। গুনায় আরোন সড়কের উপর একটি মন্দিরের কাছে ডাম্পারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষে বাসটি উলটে গেল আগুন ধরে যায়।
মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসটিকে গ্রাস করে 
বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ১১ জন। তিনি আরো বলেন বলেন, চারজন কোনওভাবে বাস থেকে নেমে বাড়িতে চলে গেছেন। দুজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে গেলে। আহতদের চিকিৎসা চলছে গুনা জেলা হাসপাতালে। 
এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ৪ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার 
কথা ঘোষণা করেছেন। এছাড়া ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। গুনার জেলা শাসক তরুন রথী বলেছেন, প্রশাসন ঘটনার তদন্ত করছে।

Comments :0

Login to leave a comment