DECLINE IN JOB

তথ্য প্রযুক্তি, শিক্ষায় কমছে নিযুক্তি, তথ্য ‘নোকরি ডট কম’-র

জাতীয়

তথ্য প্রযুক্তি বা শিক্ষার মতো ক্ষেত্রে নিযুক্তি ১৬ শতাংশ কমেছে ডিসেম্বরে। গত বছরের ডিসেম্বরের সঙ্গে তুলনা করে এই তথ্য দিয়েছে ‘নোকরি ডট কম’। 
কাজের সন্ধান বিষয়ক ওয়েবসাইট নোকরি ডট কম। তার পক্ষে মুখ্য ব্যবসায়িক আধিকারিক পবন গোয়েল জানিয়েছেন যে নভেম্বরের তুলনায় এই ডিসেম্বরে ২ শতাংশ বৃদ্ধি হয়েছে নিযুক্তিতে। কিন্তু গত বছরের ডিসেম্বরের তুলনায় নিযুক্তি ১৬ শতাংশ কমে গিয়েছে। 
তথ্য প্রযুক্তি, বিপিও, শিক্ষা, রিটেল এবং স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রগুলিকে বিবেচনায় রেখে এই হিসেব তৈরি করা হয়েছে। সংস্থার তৈরি সূচক ‘নোকরি জবস্পিক ইনডেক্স’  জানাচ্ছে বিপিও’তে কাজ কমেছে ১৭ শতাংশ। শিক্ষা এবং রিটেলে কাজ কমেছে ১১ শতাংশ করে। স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত ১০ শতাংশ কমে গিয়েছে। 
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অধোগতির প্রবণতা বজায় রয়েছে। গত বছরের শেষ ৬ মাস এমনই চিত্র দেখা গিয়েছে। ২০২৩’র ডিসেম্বরে তত্য প্রযুক্তিতে কাজ কমেছে ২১ শতাংশ। 
অবধারিত ফলাফল হলো, শ্রম সুরক্ষা না থাকায় সঙ্কট এলেই কোপ পড়ে সরাসরি কর্মীদের ওপর। 
এই সংস্থার তথ্য জানাচ্ছে, তথ্য প্রযুক্তি পরিকাঠামো ইঞ্জিনিয়ার, অটোমেশন ইঞ্জিনিয়ারদের কাজ কমেনি। আতিথেয়তা ক্ষেত্রে ৪ শতাংশ বৃদ্ধি আছে বলে জানাচ্ছে সংস্থার সূচক।

Comments :0

Login to leave a comment